ডিএসসিসির নতুন প্রশাসক মো. মাহমুদুল হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৪১, ৩ নভেম্বর ২০২৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান।
সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসক স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ ক (৩) অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজের বর্তমান দায়িত্বের পাশাপাশি এ দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক দায়িত্বভাতা প্রাপ্য হবেন।
এর আগে, গত ২৯ অক্টোবর ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়াকে পদ থেকে অব্যাহতি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে, তাকে সরানোর কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
