সিলেটের ১৯ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ১৪ জন
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ২২:১৭, ৩ নভেম্বর ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ছবি: সমাজকাল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের চার জেলার মোট ১৯টি আসনের মধ্যে ১৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাকি ৫টি আসন আপাতত খালি রাখা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, এবার সারাদেশে মোট ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, বাকি আসনগুলোর তালিকা ধাপে ধাপে প্রকাশ করা হবে।
সিলেট জেলা
৬টি আসনের মধ্যে প্রার্থী ঘোষণা হয়েছে ৪টিতে।
- সিলেট-১ (সদর ও দক্ষিণ সুরমা): বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মুক্তাদির আহমদ
- সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর): নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী লুনা
- সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ): বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালিক (এম এ মালিক)
- সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ): জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী
- সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে।
মৌলভীবাজার জেলা
সব ৪টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
- মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি): জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু
- মৌলভীবাজার-২ (কুলাউড়া): সাবেক সহ-সভাপতি সওকত হোসেন সকু
- মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর): প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে ও জেলা বিএনপির সভাপতি নাসের রহমান
- মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ): মো. মজিবুর রহমান চৌধুরী
হবিগঞ্জ জেলা
৪ আসনের মধ্যে ৩টিতে প্রার্থী ঘোষণা হয়েছে।
- হবিগঞ্জ-২: বিএনপির কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসেন জীবন
- হবিগঞ্জ-৩: কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ
- হবিগঞ্জ-৪: এস এম ফয়সল
- হবিগঞ্জ-১ আসনে প্রার্থী ঘোষণা স্থগিত।
সুনামগঞ্জ জেলা
৫ আসনের মধ্যে প্রার্থী ঘোষণা হয়েছে ৩টিতে।
- সুনামগঞ্জ-১: জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক
- সুনামগঞ্জ-৩: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ
- সুনামগঞ্জ-৫: কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন
- সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪ আসন এখনও খালি।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী এক-দুই দিনের মধ্যেই অবশিষ্ট আসনগুলোর প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ইতোমধ্যে ঘোষিত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহের প্রস্তুতি শুরু করেছেন।
সিলেট অঞ্চলে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও নির্বাচনী প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।
