সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

| ৩ অগ্রাহায়ণ ১৪৩২

শেখ হাসিনার রায়ে আইনজীবীদের ‘কোট–গাউন ডাউন’ প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৫৩, ১৭ নভেম্বর ২০২৫

শেখ হাসিনার রায়ে আইনজীবীদের ‘কোট–গাউন ডাউন’ প্রতিবাদ

শেখ হাসিনার রায়ে আইনজীবীদের ‘কোট–গাউন ডাউন’ প্রতিবাদ। ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় ঘোষণা করেছে, তার পরই দেশের আইনজীবী মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টসহ দেশের বিভিন্ন বার অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে আইনজীবীরা ‘কোট–গাউন ডাউন’ কর্মসূচি পালন করে প্রতিবাদ জানান।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাইব্যুনাল-১–এর কার্যক্রম শুরু হয়। পরে ৪৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে ছয়টি অংশে বিশ্লেষণ তুলে ধরে ট্রাইব্যুনাল জানায়—জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দুটি অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁকে দুটি অভিযোগেই মৃত্যুদণ্ড দেওয়া হয়।

একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর রাষ্ট্রপক্ষের রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট বার, জেলা বারসহ বহু আইনজীবী সংগঠনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদকারী আইনজীবীরা কোর্ট প্রাঙ্গণে কোট খুলে হাতে তুলে ধরেন, কেউ কেউ গাউন খুলে মাটিতে রেখে প্রতীকী অবস্থান নেন। তাদের অভিযোগ—
“এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ন্যায়বিচারের মৌলিক নীতিকে ব্যাহত করেছে।”

অনেক আইনজীবী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন,“যে প্রক্রিয়ায় বিচার হলো, তাতে দেশের বিচারব্যবস্থার প্রতি আস্থা টালমাটাল হয়ে পড়বে।”

তারা রায় বাতিল, পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়া পুনর্বিবেচনা এবং ‘ন্যায়বিচারের মানদণ্ড নিশ্চিত’ করার দাবি জানান।

এদিকে রায় ঘোষণার পর রাজধানীর বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের বিক্ষোভের খবর পাওয়া গেছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ আপিল করবে কি না, তা এখনও জানা যায়নি। তবে আইনজীবী মহলের প্রতিক্রিয়া বলছে—রাজনৈতিক অঙ্গনসহ বিচারপ্রাঙ্গণে উত্তাপ আরও বাড়তে পারে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

রায় প্রত্যাখ্যান আ.লীগের, ফের শাটডাউন কর্মসূচি
ডেনমার্কের সঙ্গে বড় চুক্তি; চট্টগ্রামের লালদিয়া চরে অত্যাধুনিক টার্মিনাল
বহু প্রতীক্ষিত সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রজ
চট্টগ্রামে এনসিপির শোকরানা সিজদা, আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ
গুম-খুনের বিরুদ্ধে এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে: খেলাফত মজলিস
ট্রাইব্যুনালের রায় ‘প্রশ্নবিদ্ধ, রাজনৈতিক প্রতিহিংসার পরিচায়ক : জাসদ
শেখ হাসিনার রায়কে ঘিরে আতঙ্কের সুযোগ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা
পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিচালনায় ২২ বছর মেয়াদি চুক্তি
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়; প্রতিক্রিয়ায় যা বলল ভারত
শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর দেখতে চান রাকিবুলের বাবা-মা
শেখ হাসিনার সাজার রায়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে
রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক গুলশানে
আফ্রিকা বাছাইয়ে জাদুটোনার অভিযোগ!
শেখ হাসিনার রায়ে আইনজীবীদের ‘কোট–গাউন ডাউন’ প্রতিবাদ
শেখ হাসিনা ও কামালকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান
রায়ের পর গোপালগঞ্জে আ. লীগের মহাসড়ক অবরোধ–বিক্ষোভ
ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় যুক্ত হচ্ছে ফ্রান্সের একশত রাফাল
শেখ হাসিনার গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আলোচিত যত রায়
হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ‘ঐতিহাসিক’ বলল সরকার
মানবতাবিরোধী অপরাধের মামলা রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বললেন শেখ হাসিনা