সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

| ৩ অগ্রাহায়ণ ১৪৩২

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর দেখতে চান রাকিবুলের বাবা-মা

ঝিনাইদহ প্রতিনিধি 

প্রকাশ: ১৯:২১, ১৭ নভেম্বর ২০২৫

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর দেখতে চান রাকিবুলের বাবা-মা

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর দেখতে চান রাকিবুলের বাবা-মা। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ শহরের শেষ প্রান্তে, শ্যাওলা জমে যাওয়া টিনের ঘরটার সামনে বিকেলের আলো ঠিকমতো পড়েও যেন থমকে থাকে। এই বাড়িটিই শহীদ রাকিবুল হোসেনের স্মৃতির শেষ আশ্রয়। আজ সেই ঘরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর অশ্রুসিক্ত কণ্ঠে কথা বললেন তাঁর বাবা-মা—আবুবকর সিদ্দিক ও হাফিজা খাতুন।

‘আমি শুধু দেখতে চাই, আমার ছেলের খুনি ফাঁসির দড়িতে ঝুলছে’—হাফিজা খাতুন বয়সের ভারে শরীর নুয়ে গেছে, তবুও কথার ভেতর ছিল আগুনের দাহ।

হাফিজা খাতুন বললেন, ‘শেখ হাসিনা নিজের ক্ষমতা রক্ষার জন্য ছাত্র–জনতাকে মারতে বলেছিল। আমার ছেলেকে ওরা বুকের মধ্যে গুলি মেরে শেষ করে দিল। আজ আদালত সত্যিটা প্রকাশ করেছে। এখন শুধু আল্লাহকে বলি, আমাকে বাঁচিয়ে রাখুক—যেন আমি চোখে দেখি, সেই রায় কার্যকর হচ্ছে।’

তারপর চুপ করে গেলেন। শুধু মাটিতে বসা রাকিবুলের পুরনো ব্যাগটা দু’হাত দিয়ে স্পর্শ করতে লাগলেন—যেন সময়ের ভেতর ফিরে যেতে চাইছেন।

শুধু পরিবার নয়, প্রতিবেশীরাও আজ স্মৃতিচারণ করছিলেন। রাকিবুলের শৈশববন্ধু আরিফুল ইসলাম বলেন, “রাকিবুল ছিল অদ্ভুত শান্ত ছেলে। কলেজে পড়ত, স্বপ্ন ছিল পুলিশ হবে। ঝগড়া-হাঙ্গামা এড়িয়ে চলত। ওই দিনে মিছিলে গিয়েছিল কারণ সবাই যাচ্ছিল, আর বলেছিল—‘দেশে অন্যায় হলে চুপ থাকা অন্যায়কে শক্তিশালী করা।’ সেই কথাটাই আজও কানে বাজে।”

প্রতিবেশী মনোয়ারা বেগম স্মরণ করলেন, ‘ছেলেটা বাড়িতে এলে গেট খুলে দিতো, সবার খোঁজ নিতো। এখনো গেটটা দেখি, মনে হয়—এই বুঝি রাকিবুল এসে দাঁড়াল।’

রাকিবুলের বাবা আবুবকর সিদ্দিক দীর্ঘশ্বাস ফেলে বলেন, ‘আজ রায় শুনে মনে হলো দেশের বিচারব্যবস্থা এখনও বেঁচে আছে। কিন্তু শুধু রায় হলে হবে না। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল—তাদের মতোই যারা বিদেশে পালিয়েছে, তাদের দেশে ফেরানো না গেলে ন্যায়বিচার সম্পূর্ণ হবে না।’

তিনি আরও যোগ করেন, ‘আমার ছেলে ২২ বছর বয়সে মারা গেল। আমি তখন থেকেই শুধু একটাই কথা বলেছি—দোষীরা যেন আইনের বাইরে না থাকে। আজ আদালতের রায় সেই আশ্বাস দিয়েছে।’

রাকিবুলের মৃত্যুর দিন: এক অস্থির জুলাই

স্থানীয়রা বলেন, ‘সেদিন দুপুরের পর দমবন্ধ করা অস্থিরতা ছিল চারপাশে। ঢাকার ঘটনাগুলো লাইভ দেখছিল সবাই। সন্ধ্যার আগেই খবর এল—ঝিনাইদহের একাধিক স্থানে গুলি, ধাওয়া, উত্তেজনা।’

আরিফুল বলেন, ‘বিকেল পাঁচটার দিকে শুনলাম কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। সেখানে গিয়ে দেখি রাকিবুল শুয়ে আছে, চোখ-পা ঠান্ডা হয়ে গেছে। গুলিটা ছিল বুকের ডান পাশে। আমরা সবাই ভেঙে পড়েছিলাম।’

রাকিবুল যে মিছিলে হাঁটছিল, তার সামনে–পেছনে অনেক শিক্ষার্থী ছিলেন। কেউ কেউ এখনও মানসিকভাবে স্বাভাবিক হতে পারেননি। কলেজের শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘তার মৃত্যু আমাদের এলাকায় এক যুগের ভরসা নিয়ে গেল। সবসময় মনে হয়—সামান্য এক রাজনৈতিক সিদ্ধান্তের ভুলে কত মায়ের কোলে সন্তানহারা হতে হয়েছে।’

রাকিবুলের ঘরে এখনও বাতি জ্বলে

রায় ঘোষণার ঠিক পরেই তার বাড়ির ঘরটিতে গিয়ে দেখা যায়—রাকিবুলের জন্য রাখা একটি ছোট টেবিল ল্যাম্প এখনো জ্বলে থাকে। মা বলেন, ‘ওর আলো নিভে গেছে, কিন্তু আমরা ল্যাম্পটা নিভাই না। মনে হয়, ছেলে আমার এই ঘরে আছে।’

আজ সেই আলোয় মা–বাবার চোখের পানির সঙ্গে মিশে গেছে কিছুটা স্বস্তি, কিছুটা ন্যায়বিচারের অনুভূতি, আর অপেক্ষার দীর্ঘ পথ।
‘রায় হয়েছে, কিন্তু রায় কার্যকরের দিনটিই হবে আমাদের সত্যিকারের শান্তির দিন।’ ললেন আবুবকর সিদ্দিক।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নন-এমপিও শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা
মিরপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা
চট্টগ্রামে রুশ যুদ্ধজাহাজ ‘গ্রিমিয়াশ্চি’র শুভেচ্ছা সফর
নাইজেরিয়াকে হারিয়ে ৫২ বছরের স্বপ্ন জিইয়ে রাখল কঙ্গো
কুতুবদিয়ায় যৌথ অভিযানে দেশীয় বন্দুক ও কার্তুজ উদ্ধার
৭৭ ক্রিকেটারের জন্য আইপিএল নিলামে ২৩৮ কোটি রুপি
পাকিস্তান যদি সুযোগ দেয়, আমরা দেখিয়ে দেব: উপেন্দ্র দ্বিবেদী
শেখ হাসিনার মৃত্যুদণ্ডে ‘গণআকাঙ্ক্ষা পূরণ’: গোলাম পরওয়ার
আ. লীগের সাধারণ কর্মীদের সব দলে জায়গা দেওয়ার আহ্বান নুরের
তুরাগে সাবেক এমপির ভাইয়ের গাড়িতে আগুন
উগান্ডাকে উড়িয়ে দুর্দান্ত জয়ে বাংলাদেশের অভিষেক
মুহাম্মদ ইউনুসের বিবৃতি, আইনের ঊর্ধ্বে কেউ নয়
রায় প্রত্যাখ্যান আ.লীগের, ফের শাটডাউন কর্মসূচি
ডেনমার্কের সঙ্গে বড় চুক্তি; চট্টগ্রামের লালদিয়া চরে অত্যাধুনিক টার্মিনাল
বহু প্রতীক্ষিত সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রজ
চট্টগ্রামে এনসিপির শোকরানা সিজদা, আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ
গুম-খুনের বিরুদ্ধে এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে: খেলাফত মজলিস
ট্রাইব্যুনালের রায় ‘প্রশ্নবিদ্ধ, রাজনৈতিক প্রতিহিংসার পরিচায়ক : জাসদ
শেখ হাসিনার রায়কে ঘিরে আতঙ্কের সুযোগ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা
পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিচালনায় ২২ বছর মেয়াদি চুক্তি