বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

বন্দর ইজারার নিন্দা ও প্রতিবাদ বাসদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:৩১, ১৮ নভেম্বর ২০২৫

বন্দর ইজারার নিন্দা ও প্রতিবাদ বাসদের

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। ছবি: সংগৃহিত

ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালকে চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ইজারা চুক্তির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাসদ।

মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেন, জনমত উপেক্ষা করে ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালকে চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ইজারা চুক্তি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। ৪৫ বছরের এই চুক্তিতে মাত্র ৬০ কোটি ডলার বিনিয়োগ করবে এবং বছরে ৮ লাখ কন্টেইনার উঠানো-নামানো করবে।

বিবৃতিতে বলা হয়, এছাড়া কেরানীগঞ্জে অবস্থিত চট্টগ্রাম বন্দরের পানগাঁও নৌ টার্মিনালটি ২২ বছরের জন্য পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে সুইজারল্যান্ডের মেডিটেরানিয়ান শিপিং কোম্পানি মেডলগ এস প্রতিষ্ঠানকে। অথচ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যৌথভাবে ২০১৩ সালে ১৫৬ কোটি টাকা ব্যয়ে এই টার্মিনাল নির্মাণ করে। 

বলা হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই দুটি কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিদের হাতে তুলে দেওয়ার চুক্তিটি সম্পন্ন করেছে গতকাল ১৭ নভেম্বর ২০২৫। অতি গোপনীয়তার সাথে দেশবাসীকে অন্ধকারে রেখে অত্যন্ত দ্রুততার সাথে মূল্যায়ন কমিটিকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় বোর্ড সদস্য ছাড়াই অনুমোদন নিয়ে সম্পূর্ণ অস্বচ্ছ প্রক্রিয়ায় ৭ ও ৮ নভেম্বর ২০২৫ সাপ্তাহিক ছুটির দিনে চুক্তির নেগোসিয়েশন ও চূড়ান্ত দলিল কাজ সম্পন্ন করে অন্তর্বর্তী সরকার।

বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, বিদেশিদের কাছে বন্দর ইজারা দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। তার উচিত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাওয়া। দেশের স্বার্থ বিপন্ন করে বিগত আওয়ামী সরকার মেগা প্রকল্প প্রণয়ন করেছিল যার খেসারত দিতে হচ্ছে জনগণকে। অভ্যুত্থান পরবর্তী বর্তমান সরকার সেই ধারাবাহিতায় সাম্রাজ্যবাদীদের স্বার্থে দেশের স্বার্থবিরোধী চুক্তি করে দেশকে একটি সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। 

আওয়ামী ফ্যাসিবাদী সরকার শর্ত গোপন রেখে আদানীর সঙ্গে যেভাবে বিদ্যুৎ ক্রয় চুক্তি করেছিল, সেই রকমভাবে বন্দর ইজারা চুক্তির শর্তও গোপন রাখা হয়েছে। বিডা চেয়ারম্যান বলেছে গোপনীতার জন্য শর্ত প্রকাশ করা যাচ্ছে না। আমেরিকার সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটা করেছে তারই ধারাবাহিকতায় এই চুক্তি গোপন করা হয়েছে। চট্টগ্রামের শ্রমিক-কর্মচারীসহ সর্বস্তরের জনগণ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বাসদসহ অন্যান্য প্রগতিশীল দল ও দেশপ্রেমিক জনগণ এর বিরুদ্ধে রোডমার্চ, মন্ত্রণালয় ঘেরাওসহ নানামুখী কর্মসূচি পালন করেছে। তারপরও সরকারের টনক নড়েনি। সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তের বিরদ্ধে রাজপথে তীব্র প্রতিরোধ গড়ে তোলার জন্য সকল দেশপ্রেমিক জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

১৩ দিনে ৩৩ বছরের চুক্তি, কী কারণ থাকতে পারে
২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের শোধ
সতর্কবার্তার ভিডিও দেওয়ার পরও খুন হলেন জহির
বন্দর ইজারার নিন্দা ও প্রতিবাদ বাসদের
নারী কাবাডি বিশ্বকাপে জার্মানিকে হারাল বাংলাদেশ
কুড়িল বিশ্বরোডে রিকশার গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
মওদুদ জীবিত থাকলে হাসিনার পতন দেখতে পেতেন, জানালেন ফখরুল
ট্রুডোর প্রেম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার
প্রবাসী ভোটার নিবন্ধন শুরু কাল, জেনে নিন কোন দেশে কখন
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ; টিকিটধারীদের মিলছে অগ্রাধিকার ভিসা সাক্ষাৎকার সুবিধা
স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামে ১৭১ পদে চাকরি
সীমান্ত ব্যাংকে ‘ব্র্যাঞ্চ ম্যানেজার’ নিয়োগ
শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি প্রস্তুত
খাইবার পাখতুনখাওয়ায় দুই আইবিওতে ভারত–সমর্থিত ১৫জন নিহত
টেড ড্যানসন: ‘বয়স ৭৭, জীবন এখনও দারুণ মজা!’
বিশ্বজুড়ে ক্লাউডফ্লেয়ার বিপর্যয়; এক্স-সহ বহু সাইটে হঠাৎ ডাউন
দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
সব অ্যাম্বুলেন্সকে রেজিস্ট্রেশনের আওতায় আনার দাবি মালিকদের
জুলাইয়ের আবহ ডিসেম্বরে ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ কনসার্ট