গুগলের দাবি : জিমেইল নিরাপত্তা ঝুঁকির খবর ‘ভুয়া’
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ২০:১৭, ৩১ অক্টোবর ২০২৫
 
						
									গুগল তাদের জনপ্রিয় ইমেইল সেবা জিমেইল-এ বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, ১৮৩ মিলিয়ন ইমেইল ঠিকানা ও পাসওয়ার্ডসহ প্রায় ৩.৫ টেরাবাইট তথ্য ফাঁস হয়েছে—এই দাবিকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছে কোম্পানিটি।
অস্ট্রেলিয়ান সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট, যিনি “হেব আই বিন পউনড” নামের তথ্য-ফাঁস শনাক্তকরণ সাইটটি পরিচালনা করেন, দাবি করেন যে ইন্টারনেটে বিপুল পরিমাণ ইমেইল ক্রিডেনশিয়াল সম্বলিত একটি ডাটাবেস প্রকাশিত হয়েছে। তার বক্তব্য অনুযায়ী, এসব তথ্যে জিমেইল, ইয়াহু, আউটলুকসহ শতাধিক ওয়েবসার্ভিসের ব্যবহারকারীদের ইমেইল-পাসওয়ার্ড রয়েছে।
গুগল এক্স-এর (সাবেক টুইটার) অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে জানায়—“জিমেইলের কোনো বড় ধরনের নিরাপত্তা ভাঙন ঘটেনি। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী, ব্যবহারকারীরা সুরক্ষিত আছেন।”
কোম্পানির মুখপাত্র আরও বলেন, এই খবরটি আসলে “ইনফোস্টেলার” নামে পরিচিত হ্যাকারদের বহু পুরোনো তথ্যচুরি ডাটাবেস থেকে ভুল ব্যাখ্যার ফল। এসব ডাটাবেস বিভিন্ন ওয়েবসাইট থেকে চুরি করা পুরোনো লগইন তথ্য একত্র করে—তবে তা জিমেইলের কোনো নির্দিষ্ট নিরাপত্তা দুর্বলতা নয়।
গুগলের পরামর্শ: কীভাবে নিরাপদ থাকবেন
গুগল ব্যবহারকারীদের সতর্ক করে কয়েকটি সুরক্ষা পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানিয়েছে—
টু-স্টেপ ভেরিফিকেশন চালু করুন – পাসওয়ার্ড ছাড়াও দ্বিতীয় ধাপের নিরাপত্তা যুক্ত করুন।
পাসকিব্যবহার করুন – বায়োমেট্রিক বা ডিভাইস-ভিত্তিক লগইন পদ্ধতি আরও সুরক্ষিত।
পাসওয়ার্ড পরিবর্তন করুন – কোনো ডেটা-লিকের খবর পাওয়া গেলে দ্রুত পাসওয়ার্ড রিসেট করুন।
নিয়মিত সিকিউরিটি চেক-আপ করুন – সন্দেহজনক লগইন বা অননুমোদিত অ্যাক্সেস শনাক্ত করুন।
সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই ধরনের “ক্রিডেনশিয়াল স্টাফিং লিস্ট” মূলত পুরোনো তথ্যচুরি থেকে সংগৃহীত। হ্যাকাররা একসঙ্গে নানা সাইটের চুরি হওয়া ইমেইল ও পাসওয়ার্ড একত্র করে বাজারজাত করে থাকে, যা দেখলে বিশাল ভাঙনের মতো মনে হয়—কিন্তু তা বাস্তবে গুগলের সার্ভার হ্যাক হওয়া নয়।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													