ওটিপি প্রতারণা বাড়ছে, সাইবার সুরক্ষা জোরদারের পরামর্শ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:১৯, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:২১, ২৬ অক্টোবর ২০২৫
দেশে ওয়ান–টাইম পাসওয়ার্ড (ওটিপি) নির্ভর প্রতারণা ও এআই–নির্ভর সাইবার হামলার ঝুঁকি বাড়ছে। অনলাইন লেনদেন ও ডিজিটাল সেবার প্রসারের সঙ্গে সঙ্গে সাধারণ ব্যবহারকারীরাই এখন প্রতারকদের সহজ টার্গেটে পরিণত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা ও শক্তিশালী তথ্য–নিরাপত্তা কাঠামোই সাইবার প্রতারণা মোকাবিলার প্রধান উপায়।
শনিবার (২৫ অক্টোবর) ঢাকার মহাখালীর সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ব্রেন স্টেশন–২৩ মিলনায়তনে সাইবার নিরাপত্তা সিম্পোজিয়ামে এই উদ্বেগ ও করণীয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস ফোরাম (বিডিসাফ) দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে বক্তারা জানান, প্রতারকেরা ব্যাংক কর্মকর্তা বা কাস্টমার সার্ভিস এজেন্ট সেজে ফোন ও ফিশিং লিংকের মাধ্যমে ব্যবহারকারীদের কাছ থেকে ওটিপি সংগ্রহ করছে। এতে ব্যাংক অ্যাকাউন্ট, ই–ওয়ালেট বা সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাচ্ছে এবং আর্থিক ক্ষতি হচ্ছে।
‘এআই ও প্রতারণার দ্বন্দ্ব: তথ্য সুরক্ষার যুগে বাংলাদেশের সাইবার প্রতিরক্ষা পুনর্গঠন’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন প্রযুক্তিবিদ শায়েরুল হক জোয়ার্দার, এপনিক নির্বাহী কাউন্সিলের সদস্য সুমন আহমেদ সাবিরসহ একাধিক বিশেষজ্ঞ।
তারা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ডিপফেক ভিডিও, ভুয়া পরিচয় তৈরি ও ডেটা লিক এখন নতুন ধরনের সাইবার হুমকি। তাই তথ্য সুরক্ষা আইন ও সাইবার প্রতিরক্ষা কাঠামো আরও শক্তিশালী করার সময় এসেছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, সরকার তিনটি স্তরে ডিজিটাল রূপান্তর চালাচ্ছে। এর অংশ হিসেবে ন্যাশনাল ডেটা গভর্ন্যান্স অথরিটি গঠন ও সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, শিগগিরই ফ্রিল্যান্সারদের জন্য সময়োপযোগী নীতিমালাও আসছে।
দিনব্যাপী কারিগরি অধিবেশনে অংশ নেন ব্যাংক, টেলিযোগাযোগ ও সফটওয়্যার খাতের কর্মকর্তারা। তাদের মধ্যে ছিলেন—ইস্টার্ন ব্যাংক পিএলসির তথ্য নিরাপত্তা বিভাগের প্রধান মুহাম্মদ আবুল কালাম আজাদ, গ্রামীণফোনের হেড অব সিকিউরিটি অপারেশন সেন্টার রাসকিন পাল, বাংলালিংকের আইটি ও নেটওয়ার্ক অপারেশন প্রধান এস এম আল মায়মুন, রবির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক সামিনুল ইসলাম তরফদার প্রমুখ।
সম্মেলনে সভাপতিত্ব করেন বিডিসাফের সভাপতি মো. জোবায়ের আল মাহমুদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর।
আয়োজনে সহযোগিতা করে ব্রেন স্টেশন–২৩ ও লিডিং এজ টেকনোলজি।
২০১৫ সালে প্রতিষ্ঠিত বিডিসাফ তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের একটি সংগঠন, যা প্রতি বছর সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি অবকাঠামো নিয়ে বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন করে আসছে।
