পাকিস্তান-আফগান তালেবান শান্তি আলোচনা ভেস্তে গেল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:০১, ২৯ অক্টোবর ২০২৫
ইস্তাম্বুলে অনুষ্ঠিত চারদিনের পাকিস্তান–আফগান তালেবান শান্তি আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই ভেস্তে গেছে। বুধবার সকালে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক্সে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পাকিস্তানের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী সহযোগিতার নানা প্রমাণ উপস্থাপন করা হলেও আফগান তালেবান তাতে কোনো ইতিবাচক সাড়া দেয়নি।
আতাউল্লাহ তারার বলেন, “এই সংলাপ কার্যকর সমাধান আনতে ব্যর্থ হয়েছে। পাকিস্তান বহুদিন ধরে কাবুল সরকারের কাছে অনুরোধ জানিয়ে আসছে সীমান্তপারের জঙ্গি হামলা বন্ধে সহযোগিতা করতে। কিন্তু আফগান তালেবান এখনো দোহা চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ।”
তিনি অভিযোগ করেন, আফগান তালেবান এখনও প্রকাশ্যে পাকিস্তানবিরোধী সন্ত্রাসীদের আশ্রয় ও সমর্থন দিচ্ছে। যার ফলে পাকিস্তানের প্রাণ ও সম্পদের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। তথ্যমন্ত্রী আরও বলেন, “তালেবান সরকার আফগান জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা দেখাচ্ছে না। তারা যুদ্ধনির্ভর অর্থনীতিতে টিকে আছে এবং জনগণকে অপ্রয়োজনীয় সংঘাতে টেনে নিচ্ছে।”
পাকিস্তান তথ্যমন্ত্রীর ভাষায়, তাদের দেশ সবসময়ই আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কাজ করেছে। কাতার ও তুরস্কের অনুরোধে ইসলামাবাদ দোহা ও পরে ইস্তাম্বুল সংলাপে অংশ নেয়, শান্তির একটি সুযোগ তৈরি করার জন্য। তারার কৃতজ্ঞতা প্রকাশ করেন কাতার, তুরস্ক ও অন্যান্য মিত্র রাষ্ট্রের প্রতি, যারা শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তরিকভাবে চেষ্টা চালিয়েছেন।
ইস্তাম্বুলে সপ্তাহব্যাপী এই বৈঠকে তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল। পাকিস্তানি প্রতিনিধি দল শেষ মুহূর্ত পর্যন্ত সীমান্ত সন্ত্রাসবাদের সমাধান খুঁজতে উদ্যোগী থাকলেও আফগান প্রতিনিধিরা কাবুল থেকে নির্দেশ পেয়ে তাদের অবস্থান একাধিকবার বদলে ফেলে। ফলে আলোচনা থমকে যায় এবং শেষ পর্যন্ত ভেস্তে যায় সমঝোতার সম্ভাবনা।
