বেঙ্গালুরুতে ব্রাজিলীয় মডেলকে স্পর্শ, গ্রেপ্তার ডেলিভারি এজেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:১৬, ২৯ অক্টোবর ২০২৫
ব্রাজিলের এক তরুণী মডেলকে যৌন হয়রানির অভিযোগে ভারতের বেঙ্গালুরুর পুলিশ এক ডেলিভারি এজেন্টকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের নাম কুমার রাও পাওয়ার (২২)। তিনি একটি প্রাইভেট কলেজের ছাত্র এবং পার্ট-টাইমভাবে অনলাইন গ্রোসারি ডেলিভারি সার্ভিস ‘ব্লিঙ্কিট’-এর কর্মী হিসেবে কাজ করতেন। বর্তমানে তাকে প্যারাপ্পনা আগ্রাহারা সেন্ট্রাল প্রিজনে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটে ১৭ অক্টোবর। ওইদিন ব্রাজিলীয় মডেল তার অনলাইনে অর্ডার করা সামগ্রী গ্রহণের জন্য ফ্ল্যাটের দরজা খোলেন। অভিযোগ অনুযায়ী, কুমার রাও পাওয়ার অশালীন আচরণ করেন এবং অযাচিতভাবে ভুক্তভোগীকে স্পর্শ করেন। আতঙ্কিত মডেল সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেন।
প্রথমে তিনি বিষয়টি গোপন রাখলেও পরে রুমমেটকে জানান। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে ঘটনার সত্যতা প্রমাণিত হয়। ভুক্তভোগীর সহকর্মী ২৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ দায়ের করেন।
বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী দুই মাস ধরে শহরে অবস্থান করছিলেন। কর্মসংস্থানের সুবাদে বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে আরও দুই বিদেশি মডেলের সঙ্গে তিনি থাকতেন। অভিযুক্ত ছাত্রটি নিয়মিত কলেজে যেতেন এবং সন্ধ্যায় ব্লিঙ্কিটের হয়ে কাজ করতেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুমার রাও ঘটনার কথা অস্বীকার করলেও পরে ভিডিও প্রমাণ সামনে এলে নীরব থাকে।
এই ঘটনায় ভারতের অনলাইন ডেলিভারি সার্ভিসগুলোর গ্রাহক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগেও ২৩ অক্টোবর ইন্দোরে দুই অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার যৌন হয়রানির শিকার হয়েছিলেন। ফলে, নাগরিক নিরাপত্তা ও বিদেশিদের সুরক্ষা নিয়ে দেশজুড়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
