বাণিজ্য ও নিরাপত্তার আলোচনায় দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৩৮, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:৪০, ২৯ অক্টোবর ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধান লি জে মিউং-এর সঙ্গে বৈঠক এবং জিয়ংজুর ঐতিহাসিক শহরে ব্যবসায়িক নেতাদের সম্মেলনে অংশগ্রহণই তার প্রধান কার্যসূচি। এছাড়া নিরাপত্তা ও চীনের সঙ্গে আলোচনার প্রস্তুতিও এ সফরের অংশ।
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য সংক্রান্ত আলোচনার দিকেই ট্রাম্পের দৃষ্টি। জুলাই মাসে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছিল, যার মাধ্যমে দক্ষিণ কোরিয়া ৩৫০ বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ট্যারিফ এড়াতে পারবে। তবে বিনিয়োগের কাঠামো নিয়ে আলোচনা এখনও স্থবির। পাশাপাশি ট্রাম্প মিত্র দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধিরও চাপ দিচ্ছেন।
এদিকে, ট্রাম্পের আগমনের আগে উত্তর কোরিয়া পারমাণবিক সক্ষম ক্রুজ মিসাইল পরীক্ষা চালিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট এই পরীক্ষাকে গুরুত্ব না দিয়ে বৈঠক ও আলোচনার প্রতি মনোযোগী থাকার কথা বলেছেন। তিনি মনে করেন, উত্তর কোরিয়ার এই পদক্ষেপ সফরের প্রক্রিয়াকে ব্যাহত করতে পারবে না।
সবশেষে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার জন্য আশাবাদী। বৈঠকে তিনি চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ সমাধান এবং ফেন্টানাইল রসায়নের রপ্তানি সীমিত করার প্রতিশ্রুতির বিনিময়ে যুক্তরাষ্ট্রের ট্যারিফ কমানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। ট্রাম্প আশা প্রকাশ করেছেন, আলোচনার ফলশ্রুতিতে দেশের পাশাপাশি বিশ্বের জন্যও একটি ভালো সমাধান আসবে।
সূত্র: রয়টার্স
