বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

জাতীয় কবিতা পরিষদের ৫২তম কবিতাপাঠে কবিদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৪৯, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:২৩, ৩০ অক্টোবর ২০২৫

জাতীয় কবিতা পরিষদের ৫২তম কবিতাপাঠে কবিদের মিলনমেলা

জাতীয় কবিতা পরিষদের নিয়মিত সাপ্তাহিক আয়োজনের অংশ হিসেবে ৫২তম কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠানটি হয়েছে মঙ্গলবার বিকাল ৫টায় রাজধানীর ২৬ ইস্কাটন গার্ডেন রোডের কাজল মিলনায়তনে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, আর স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন।

স্বাগত বক্তব্যে কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, জাতীয় কবিতা পরিষদের সাপ্তাহিক কবিতাপাঠের আয়োজন এখন কবিদের মধ্যে এক উৎসবমুখর সমাবেশে পরিণত হয়েছে। তিনি জানান, মঙ্গলবার দিনটিকে বেছে নেওয়ার কারণ ছিল যানজটহীন ও স্বাচ্ছন্দ্য পরিবেশে কবিদের মিলিত হওয়ার সুযোগ সৃষ্টি করা।

তিনি আরও বলেন, প্রতি বছরের মতো আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে জাতীয় কবিতা পরিষদের জাতীয় সম্মেলন ও কবিতা উৎসব। এ উপলক্ষে এখন থেকেই প্রস্তুতি শুরু করার আহ্বান জানান তিনি এবং সম্মেলনের জন্য আহ্বায়ক কমিটি গঠনের ওপর গুরুত্ব দেন।

সভাপতির বক্তব্যে কবি মোহন রায়হান বলেন, “আমাদের নগর জীবনের জটিলতা ও ব্যস্ততার মধ্যেও কবিরা কাব্যের প্রতি যে ভালোবাসা দেখাচ্ছেন, তা বাংলা কবিতার জন্য এক গৌরবের বিষয়।”

তিনি আরও বলেন, “জাতীয় কবিতা পরিষদ গত এক বছরে তার ঐতিহ্যের নতুন অধ্যায় রচনা করেছে। রাষ্ট্র পুনর্গঠন, গণতন্ত্র, মানবতা ও সম্প্রীতির পক্ষে কবিতা আন্দোলন গড়ে তোলা এখন আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি উল্লেখ করেন, গত এক বছরে পরিষদ সাতটি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় সভা করেছে—যা বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে এক অনন্য উদ্যোগ।

সভাপতি জাতীয় কবিতা পরিষদের গত এক বছরের নানা কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরেন। 

এর মধ্যে ছিল—

জাতীয় কবিতা পরিষদ পুনর্গঠন সভা ও সংবাদ সম্মেলন

“জুলাই বিপ্লবের কবিতা পাঠ” ও “গণতান্ত্রিক বিপ্লবের কবিতা” আয়োজন

কুমিল্লা জেলা কবিতা উৎসব

রাষ্ট্র পুনর্গঠনে লেখক-শিল্পীর ভূমিকা শীর্ষক আলোচনা

কবি হেলাল হাফিজ স্মরণসভা

গাজায় গণহত্যার প্রতিবাদে প্রতিরোধের কবিতাপাঠ

ধর্ষণবিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‌্যালি

বাংলা নববর্ষ ১৪৩২ উদ্‌যাপন ও আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ

একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

নিয়মিত সাপ্তাহিক কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠান

সভাপতি  বলেন, “জাতীয় কবিতা পরিষদ একটি কাব্য আন্দোলনের মধ্য দিয়ে সুস্থ ও সংস্কৃতিমনা জাতি গঠনে ভূমিকা রাখতে চায়।”

অর্ধশতাধিক কবির স্বরচিত কবিতা পাঠ

অনুষ্ঠানে অংশ নেন কবি মোহন রায়হান, রেজাউদ্দিন স্টালিন, এবিএম সোহেল রশিদ, নূরুন্নবী সোহেল, আসাদ কাজল, মনজুরুর রহমান, ক্যামেলিয়া আহমেদ, গোলাম শফিক, ইউসুফ রেজা, রোকন জহুর, শিমুল পারভীন, নিপু মল্লিক, কৌমুদী নার্গিস, রুহুল আমীন রুদ্র, শিশির বিন্দু বিশ্বাস, সাইফুল্লাহ জুয়েলসহ অর্ধশতাধিক কবি। তারা নিজ নিজ স্বরচিত কবিতা পাঠ করেন, যা শ্রোতাদের গভীরভাবে অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি টিমুনী খান রীনো।

অনুষ্ঠানের শেষে জানানো হয়, আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে জাতীয় কবিতা পরিষদের ৫৩তম কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠান।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন