সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

| ১২ কার্তিক ১৪৩২

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৫

পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা রাফি এবং চলচ্চিত্র সাংবাদিক আলিমুজ্জামান

শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ: ১০:৪৯, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:৩৪, ২৭ অক্টোবর ২০২৫

পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা রাফি এবং চলচ্চিত্র সাংবাদিক আলিমুজ্জামান

এ বছর ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৫’ পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি এবং চলচ্চিত্র সাংবাদিক আলিমুজ্জামান। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের সংস্কৃতি ও চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। তারা হলেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান মুকিত মজুমদার, রন্ধনবিদ ও ফজলুল হকের কন্যা কেকা ফেরদৌসী, অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি, অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, সাংবাদিক আবদুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত হয় শহিদুল আলম পরিচালিত প্রামাণ্যচিত্র "সম্মুখযাত্রী ফজলুল হক"।

"ফজলুল হককে বলা হয় বাংলাদেশের সিনে সাংবাদিকতার জনক"। বাংলাদেশে চলচ্চিত্রচর্চা এবং চলচ্চিত্র সাংবাদিকতার পথ প্রদর্শক হিসেবে পরিচিত প্রয়াত ফজলুল হক। দেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা সিনেমার সম্পাদনা ও প্রকাশনার কাঁন্ডারী ছিলেন তিনি।

পঞ্চাশের দশকে দেশীয় চলচ্চিত্র সাংবাদিকতা শুরু করে এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেন ফজলুল হক। দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'মুখ ও মুখোশ' নির্মাণে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন তিনি। নিজেও নির্মাণ করেছেন 'সান অব পাকিস্তান (প্রেসিডেন্ট)' এবং 'উত্তরণ', যা দেশের চলচ্চিত্র ইতিহাসে পথিকৃৎ কাজ হিসেবে বিবেচিত। অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেন বক্তারা।

ফজলুল হক বাংলাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতির বিকাশে অবদান রাখার জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো স্বাধীনতা পদক বা একুশে পদকে ভূষিত হননি, এটা বড়ই দুর্ভাগ্যজনক। 

আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান অনুষ্ঠানে জানান, "যাঁরা কোনো কিছুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, তাঁদের অনেক সময়ই মানুষ ভুলে যায়। কিন্তু ফজলুল হক ছিলেন আমাদের গুরু। তিনি চলচ্চিত্র আন্দোলন এবং চলচ্চিত্র সাংবাদিকতার ভিত্তি গড়ে দিয়েছিলেন। আমরা ফজলুল হক স্মৃতি কমিটির পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।"

চলচ্চিত্র পরিচালক মতিন রহমান বলেন, "বাংলাদেশের অনেক পুরস্কার নিয়েই বিতর্ক আছে, কিন্তু ফজলুল হক স্মৃতি পুরস্কার নিয়ে কখনোই বিতর্ক হয়নি, এটাই এর মর্যাদার প্রমাণ।"

অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি মন্তব্য করেন, "ফজলুল হকের স্মৃতি অমলিন রাখতে আমরা বেশ কিছু কর্মশালা ও সেমিনার আয়োজনের পরিকল্পনা করেছি, যাতে নতুন প্রজন্ম তাঁর জীবন ও কাজ সম্পর্কে জানতে পারে।"

কবি রেজাউদ্দিন স্টালিন তার বক্তব্যে জানান, "ফজলুল হকের কর্মজীবন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র 'সম্মুখযাত্রী ফজলুল হক' আমরা শিল্পকলা একাডেমিতে প্রদর্শনের পাশাপাশি দেশের সকল জেলা শিল্পকলা একাডেমির নতুন প্রকল্পগুলোতেও প্রামাণ্যচিত্রটি দেখানোর উদ্যোগ নেব।"

২০০৪ সালে কথাসাহিত্যিক 'রাবেয়া খাতুন'র উদ্যোগে প্রবর্তিত "ফজলুল হক স্মৃতি পুরস্কার" প্রতিবছর চলচ্চিত্র নির্মাণ ও চলচ্চিত্র সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানিয়ে আসছে ‘ফজলুল হক স্মৃতি কমিটি’।

এবছর সেই সম্মানা অর্জন করলেন চলচ্চিত্র সাংবাদিক আলিমুজ্জামান ও নির্মাতা রায়হান রাফি। মঞ্চে পুরস্কার গ্রহণের সময় রায়হান রাফির সঙ্গে ছিলেন তাঁর মা। ফজলুল হকের কর্মময় জীবন ও অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়রপ্রার্থী মামদানি
কার্যক্রম চলমান থাকবে, নভেম্বরের মধ্যে শেষ নয়
দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক শুরু
নয়াদিল্লি-বেইজিং উষ্ণতায় ফিরছে চালু হলো ভারত -চীন সরাসরি ফ্লাইট
উত্তরা থেকে মতিঝিল পুরো পথে মেট্রোরেল আবার চালু
গাজা উপত্যকায় নিহত জিম্মিদের মরদেহ উদ্ধারে মিশর–রেড ক্রসের অভিযান
ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ করবে
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ আজ জমা দেওয়ার সম্ভাবনা
আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে সংঘর্ষ, বাসে আগুন
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান
‘জুলাই শহীদদের আদর্শ ও উদ্দেশ্য পূরণ হয়নি’
বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা