মিথ্যা তথ্যে স্বীকৃতি: ১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৫১, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:১৩, ২৯ অক্টোবর ২০২৫
মিথ্যা তথ্য ও অসত্য দাবির ভিত্তিতে গেজেটভুক্ত হওয়া ১২৮ জন ‘জুলাই যোদ্ধার’ নাম বাদ দিয়েছে সরকার। বুধবার (২৯ অক্টোবর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আহতদের তালিকা যাচাই-বাছাইয়ের পর দেখা গেছে—তালিকায় অন্তর্ভুক্ত বেশ কয়েকজন প্রকৃত অর্থে আহত নন বা আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিলেন না। আবার কয়েকজনের নামে একাধিকবার গেজেট প্রকাশিত হয়েছে। এসব অনিয়ম ও অসঙ্গতি শনাক্ত হওয়ার পর জেলা পর্যায়ের যাচাই-বাছাই কমিটির সুপারিশ অনুযায়ী তাদের গেজেট বাতিল করা হয়েছে।
বিভাগওয়ারী হিসেবে দেখা যায়—ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন এবং বরিশাল বিভাগের ২ জনের নাম গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকৃত মুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলনের প্রকৃত অংশগ্রহণকারীদের মর্যাদা রক্ষায় সরকার কঠোর অবস্থান নিয়েছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে গেজেটের স্বচ্ছতা নিশ্চিত করার প্রক্রিয়া চলমান থাকবে।
মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে আহত বা আহত দাবিদারদের গেজেট তালিকায় থাকা প্রতিটি নাম পুনরায় যাচাই করা হচ্ছে। ভবিষ্যতেও যদি নতুন করে কোনো অনিয়ম বা অসত্য তথ্য পাওয়া যায়, তবে তাদের গেজেটও বাতিল করা হবে।
