উত্তপ্ত সংসদ ভবন, ’জুলাই যোদ্ধাদের’ বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় `জুলাই সনদ স্বাক্ষর` অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সংঘর্ষ, বিক্ষোভ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। `জুলাই যোদ্ধা` পরিচয়ে একদল ব্যক্তি অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় পুলিশ লাঠিপেটা করলে কয়েকজন আহত হন।