জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান
মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র, গাড়ি ভাঙচুর-সড়কে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৩৩, ১৭ অক্টোবর ২০২৫

রাজধানীতে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষর’ অনুষ্ঠানস্থলে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ এখন সংঘর্ষে রূপ নিয়েছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। দক্ষিণ প্লাজা ছাড়িয়ে বিক্ষোভ ও সংঘর্ষ মানিক মিয়া এভিনিউতে ছড়িয়ে পড়েছে।
এ সময় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি এমপি হোস্টেলের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। জুলাই যোদ্ধারা অনুষ্ঠান মঞ্চের সামনে অবস্থান নিলে তাদের সেখান থেকে সরিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে আন্দোলনকারীরা বাইরে এসে বিক্ষোভ করতে থাকে। পরে দেড়টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। পোনে দুইটার দিকে আন্দোলনকারীরা সড়কে থাকা টায়ার ও প্লাস্টিকের জিনিসপত্রে আগুন ধরিয়ে দেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া চলছিল। মানিক মিয়া এভিনিউয়ে বর্তমানে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এমনকি সাধারণ মানুষের হাঁটা চলাও বন্ধ রয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংসদ ভবনের আশপাশে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
’জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সকালে থেকে উত্তেজনা দেখা দেয় সংসদ ভবন এলাকায়। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়াসহ ৩ দফা দাবিতে সকাল থেকেই তারা অবস্থান নেন।