জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান
উত্তপ্ত সংসদ ভবন, ’জুলাই যোদ্ধাদের’ বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:১৩, ১৭ অক্টোবর ২০২৫

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 'জুলাই সনদ স্বাক্ষর' অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সংঘর্ষ, বিক্ষোভ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। 'জুলাই যোদ্ধা' পরিচয়ে একদল ব্যক্তি অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় পুলিশ লাঠিপেটা করলে কয়েকজন আহত হন।
আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নিতে দেখা গেছে। পরে আন্দোলনকারীরা বাইরে গিয়ে বিক্ষোভ শুরু করে এবং কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। কিছুক্ষণের মধ্যেই একদল তরুণ লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে আবার মঞ্চের দিকে অগ্রসর হলে পুলিশ পুনরায় তাদের হটিয়ে দেয়।
দুপুর সোয়া ১টার দিকে সংঘর্ষ শুরু হয় এবং পৌনে ২টার দিকে এলাকায় কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা যায়। এর ফলে দক্ষিণ প্লাজা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর আগে বৃহস্পতিবার রাতেও 'জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা' ব্যানারে কিছু মানুষ বিক্ষোভে অংশ নেন। শুক্রবার সকালেও তারা জাতীয় সংসদের ১২ নম্বর গেটের সামনে অবস্থান নেন এবং পরে গেট টপকে ভিতরে ঢুকে মঞ্চের অতিথি চেয়ারে বসে স্লোগান দিতে থাকেন।
এসময় আন্দোলনকারীরা জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা নিশ্চিত করা ও পুনর্বাসন বাস্তবায়নের দাবি জানান।
দুপুর সাড়ে ১২টার পর থেকেই অনুষ্ঠানস্থলকে ঘিরে এই উত্তপ্ত পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
এসময় সংসদ ভবনের এলাকায় এবং অনুষ্ঠান স্তরের আশপাশে একে একে আসতে দেখা গেছে বিভিন্ন বাহিনীর সদস্যদের। পুলিশ থেকে শুরু করে র্যাব, সেনাবাহিনী, কোস্টকার্ড, বিজিবি ও আনসার সদস্যরা সম্পূর্ণ এলাকা ঘিরে ফেলেছেন। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সংসদ ভবনে ১২ নম্বর গেট থেকে শুরু করে সম্পূর্ণ মানিক মিয়া এভিনিউ জুড়ে এবং অনুষ্ঠানস্থল ঘিরে রেখেছেন।
দায়িত্বগত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রচুর সংখ্যক অর্থাৎ বিপুল পরিমাণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের মোতায়েন করা হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিটসহ দেশের অন্যসব বাহিনীর সদস্যদেরও এখানে মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি বিবেচনায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হলে যেন মোকাবিলা করা যায় এবং পরিস্থিতি স্বাভাবিক রাখা যায় সেই প্রস্তুতি রাখা হয়েছে।