এবার সোনার দাম ভরিতে বাড়ল ৮ হাজার ৯০০ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:৩২, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:২০, ২৯ অক্টোবর ২০২৫
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। চার দফা কমানোর পর এবার ভরিতে ৮ হাজার ৯০০ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা।
বুধবার (২৯ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। নতুন এই দাম কার্যকর হবে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী বা পাকা সোনার দাম বৃদ্ধির কারণে ভরিতে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গতকাল (মঙ্গলবার) ঘোষণা দিয়ে আজ (বুধবার) থেকে সোনার দাম কমানো হয়েছিল ভরিতে ১০ হাজার ৪৭৪ টাকা। তার আগেও তিন দফায় দাম কমানো হয়। ফলে চার দফায় ২৩ হাজার ৫৭৩ টাকা পর্যন্ত কমেছিল সোনার দাম।
নতুন দামের তালিকা (৩০ অক্টোবর থেকে কার্যকর)
১. ২২ ক্যারেট সোনা: ভরিতে ৮,৯০০ টাকা বেড়ে নতুন দাম ২,০২,৭০৯ টাকা
২. ২১ ক্যারেট সোনা: ভরিতে ৮,৫০৩ টাকা বেড়ে নতুন দাম ১,৯৩,৫০৬ টাকা
৩. ১৮ ক্যারেট সোনা: ভরিতে ৭,২৯০ টাকা বেড়ে নতুন দাম ১,৬৫,৮৬২ টাকা
৪. সনাতন পদ্ধতির সোনা: ভরিতে ৬,২১৭ টাকা বেড়ে নতুন দাম ১,৩৭,৮৪৫ টাকা
রূপার দাম অপরিবর্তিত
১. ২২ ক্যারেট রূপা: ভরিতে ৪,২৪৬ টাকা
২. ২১ ক্যারেট রূপা: ভরিতে ৪,০৪৭ টাকা
৩. ১৮ ক্যারেট রূপা: ভরিতে ৩,৪৭৬ টাকা
৪. সনাতন রূপা: ভরিতে ২,৬০১ টাকা
