স্বর্ণের দামে বড় পতন
এক দিনে ভরিতে কমল ১০ হাজার টাকার বেশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:৩০, ২৮ অক্টোবর ২০২৫
দেশের স্বর্ণবাজারে হঠাৎ বড় ধাক্কা লেগেছে। এক দিনে ভরিতে ১০ হাজার টাকারও বেশি কমেছে স্বর্ণের দাম। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার (২৯ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যাওয়ার প্রভাব স্থানীয় বাজারেও পড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা। ২১ ক্যারেটের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ৫৭৫ টাকা, আর ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৫৯ হাজার ১৯৪ টাকা। অপরদিকে, সনাতনী পদ্ধতির স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৩২৯ টাকা প্রতি ভরি।
স্বর্ণের দামে এই বড় পরিবর্তনকে ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারের ওঠানামা ও ডলারের দামের প্রভাব হিসেবে দেখছেন। একদিনের ব্যবধানে এতো বড় সমন্বয় সাম্প্রতিক সময়ে বিরল।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা স্থিতিশীল হলে স্থানীয় বাজারেও শিগগিরই তার প্রভাব পড়বে। তবে বর্তমান এই দাম ২৯ অক্টোবর (বুধবার) থেকে সারাদেশে কার্যকর হবে।
