জানালেন ডা. সায়েদুর রহমান
৩৫০০ নতুন চিকিৎসক নিয়োগ, পদোন্নতি পাচ্ছেন সাত হাজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৭, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:৪০, ২৯ অক্টোবর ২০২৫
দেশে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট কাটাতে সরকার আগামী ২০ নভেম্বরের মধ্যে সাড়ে তিন হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এই তথ্য জানান।
এসময় বিশেষ সহকারী বলেন, সাড়ে তিন হাজার চিকিৎসকের মধ্যে ৩ হাজার ১০০ জনকে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে পাঠানো হবে। এতে চিকিৎসকের ঘাটতি অনেকাংশে কমে আসবে।
ডা. সায়েদুর রহমান আরও জানান, এবার চিকিৎসক নিয়োগ ও পদোন্নতিতে অভূতপূর্ব পরিবর্তন আনা হচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো ৭ হাজার চিকিৎসককে পদের বাইরে থেকেও পদোন্নতি দেওয়া হচ্ছে। আরও ৪০০–৫০০ চিকিৎসকের পদোন্নতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এতে আগামী ৫–৭ বছরের মধ্যে চিকিৎসকদের পদসংক্রান্ত সংকট পুরোপুরি নিরসন হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দুই মাসের মধ্যে দেশের সব হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পদ পূরণ হবে। এমনকি অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পর্যায়ের চিকিৎসকদেরও জেলা হাসপাতালে পোস্টিং দেওয়া হবে।
কর্মশালায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, “২০৩০ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে হলে শক্তিশালী নীতি, পর্যাপ্ত বাজেট এবং দক্ষ মানবসম্পদ— এই তিনটি দিককে সমান গুরুত্ব দিতে হবে।”
তিনি উল্লেখ করেন, “স্বাস্থ্যব্যবস্থায় শূন্যতা থাকলেও আন্তরিকতা ও দক্ষতা বাড়ালে অনেক সমস্যার সমাধান সম্ভব।”
এসময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেন, “স্বাস্থ্যখাতকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
কর্মশালায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব (এইচআর) ডা. মো. শেখ সাদেক। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদ, নিপসম পরিচালক অধ্যাপক ডা. জিয়াউল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগী ডা. শাহানা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
