ডাকাতির প্রস্তুতির সময় খেলনা পিস্তলসহ গ্রেপ্তার ৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১০, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:১৩, ২৯ অক্টোবর ২০২৫
রাজধানীর গাবতলী-আব্দুল্লাহপুর বেড়িবাঁধের বিরুলিয়া ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় খেলনা পিস্তলসহ নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে ডিবির ওয়ারী বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বিরুলিয়া ব্রিজ এলাকায় ডাকাত দলের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে নয়জনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মাকছুদুর রহমান দীপু, মো. হৃদয়, জাকির হোসেন, মো. সবুজ ডাক্তার, মো. শামছুজ্জামান ওরফে সবুজ, সৈয়দ মোহাম্মদ তরিকুল ইসলাম ওরফে আলম, মো. রিপন, মো. মামুনুর রশিদ ওরফে শিশির এবং মো. ইলিয়াছ রহমান।
অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, একটি স্টিলের ছুরি, একটি ইলেকট্রিক শক লাইটার, চারটি মোবাইল ফোন, তিনটি পুলিশ লেখা রিফ্লেক্টিং জ্যাকেট, একটি পকেট রাউটার এবং কয়েকটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিবি কর্মকর্তারা জানান, ওই সময় ডাকাত দলের আরও ১৪-১৫ জন সদস্য দুটি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে করে বিরুলিয়া ব্রিজ পার হয়ে সাভার এলাকার দিকে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
