বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

পুলিশের অভিযান

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শহিদুল ইসলাম উখিয়া-টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ১৬:৪২, ২৮ অক্টোবর ২০২৫

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে দুইজন মিয়ানমার নাগরিক ও অপরজন স্হানীয় বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মিয়ানমারের মংডু আশিক্কাপাড়ার বাসিন্দা মৃত নুর আলমের ছেলে নুর কবির (১৯),একই গ্রামের মৃত ছব্বির আহমদের ছেলে এরশাদ (২৬) ও টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া গ্রামের বশির আহমদের ছেলে আব্দুর রজ্জাক (৩৫)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের পল্লানপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবির) অলক বিশ্বাস জানান, ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুন পল্লানপাড়া (ধুমপ্রাংবিল) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জায়েদ নুর সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়। 

পুলিশ জানায়, আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন