বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শাহজাহান চৌধুরী

`বেকার যুবকদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত ভাতা দেওয়া হবে’

উখিয়া-টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ১৮:৫৯, ২৯ অক্টোবর ২০২৫

`বেকার যুবকদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত ভাতা দেওয়া হবে’

কক্সবাজারের টেকনাফ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকাল ৩টায় টেকনাফ পৌরসভার বাস স্টেশনে আয়োজিত এ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক মো. কাইয়ুম এবং পরিচালনা করেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, `বিএনপি এদেশের গণমানুষের দল। এদেশের উন্নয়নে সবচেয়ে বড় অবদান রেখেছে বিএনপি সরকার। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে বেকার যুবকদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত ভাতা প্রদান করা হবে। টেকনাফকে মেগা সিটি ও পর্যটকবান্ধব শহর হিসেবে গড়ে তোলা হবে।‘

তিনি আরও বলেন, `আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যুবদলকে এখনই মাঠে নেমে ধানের শীষে ভোট চাইতে হবে। টেকনাফের স্থলবন্দর, রাস্তা-ঘাট, স্কুল-কলেজ বিএনপি আমলেই নির্মিত হয়েছে। গত ১৭ বছর ধরে একদল লুটপাট চালিয়ে কর্মসংস্থান ধ্বংস করেছে। আমরা ক্ষমতায় গেলে টেকনাফের দুর্নাম ঘোচাতে কাজ করব, নাফ নদী খুলে দিয়ে জেলেদের দুর্দশা দূর করব ইনশাআল্লাহ।‘

সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান,সাংগঠনিক সম্পাদক আমির আলী, উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী চেয়ারম্যান।

এছাড়া জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন—পৌর যুবদলের আহবায়ক আবদুল শুক্কুর,সদস্য সচিব মো. আয়ুব, যুগ্ম আহবায়ক মোকতার হোসেন বাপ্পী,গিয়াস উদ্দিন, নুরুল হুদা, রহমত উল্লাহ রানা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. রশিদুল আলম চৌধুরী,শ্রমিক দলের আহবায়ক হোসাইন আনিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আব্দুল্লাহ, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক তৈয়ুব আরমানি, পৌর ছাত্রদলের আহবায়ক নোমান, ও কলেজ ছাত্রদলের আহবায়ক আতাউল্লাহ প্রমুখ।

বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন