বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

ধর্ম উপদেষ্টা

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা বলয় নিশ্চিত করেছে সরকার

চট্টগ্রাম প্রতিনিধি 

প্রকাশ: ১৯:৪৩, ২৯ অক্টোবর ২০২৫

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা বলয় নিশ্চিত করেছে সরকার

ধর্ম উপদেষ্টা ড. আ ফ. ম. খালিদ হোসেন বলেছেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা বলয় ইতোমধ্যেই নিশ্চিত করেছে সরকার। তিনি বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে দেশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

আজ (বুধবার) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সুদমুক্ত ক্ষুদ্রঋণ, প্রশিক্ষণার্থীদের সনদ ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সমাজসেবা অধিদপ্তর দেশের দুস্থ, এতিম ও অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিদের জন্য বহুমুখী সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি জানান, এই অধিদপ্তরের আওতায় বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা মহিলা ও প্রতিবন্ধীদের ভাতা, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ক্যাপিটেশন গ্রান্ট ও শিক্ষা উপবৃত্তি, এবং হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ ভাতা প্রদান অব্যাহত রয়েছে।

এছাড়া, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচি, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা, ভিক্ষাবৃত্তি নিরসন কার্যক্রমসহ নানামুখী প্রকল্পের মাধ্যমে সরকারের সমাজকল্যাণমূলক প্রচেষ্টা এগিয়ে চলছে বলে জানান তিনি।

ড. খালিদ হোসেন বলেন, ‘সামাজিক সেবার পরিধি আরও বাড়াতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে হবে। সমাজের বিত্তবানদেরও সমাজসেবামূলক কাজে এগিয়ে আসা উচিত।’

অনুষ্ঠানে জেলা প্রশাসক সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম। বক্তব্য রাখেন বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন।

অনুষ্ঠান শেষে ধর্ম উপদেষ্টা ২০২৪-২০২৫ অর্থবছরে চট্টগ্রাম জেলার নিবন্ধিত ১৮১টি সংস্থার মাঝে ৬৬ লাখ ৬০ হাজার টাকার অনুদান, ৪১ জন দুস্থ ব্যক্তির মাঝে চার লাখ ১০ হাজার টাকার চেক, এবং ১০২ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে ৪৫ লাখ টাকার সুদমুক্ত ঋণ প্রদান করেন। এছাড়া প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন