টেকনাফের ৭ জেলকে আটক করেছে আরাকান আর্মি
শহিদুল ইসলাম, উখিয়া-টেকনাফ
প্রকাশ: ১৫:৪৯, ২৯ অক্টোবর ২০২৫
কক্সবাজারের টেকনাফ উপকূলে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে ৭ জন বাংলাদেশি জেলে আটক হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সকালে টেকনাফের কে কে পাড়া এলাকার স্থানীয় জেলে ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর কে কে পাড়া ঘাট থেকে কয়েকটি ফিশিং ট্রলার সাগরে মাছ ধরতে যায়। গভীর রাতে তাদের একটি ট্রলার মিয়ানমারের আরাকান উপকূলে প্রবেশ করলে আরাকান আর্মির সদস্যরা ট্রলারসহ ৭ জেলেকে আটক করে নিয়ে যায়।
জেলে ইমাম হোসেন বলেন, `আমাদের ঘাট থেকে কয়েকটি ট্রলার মাছ ধরতে গিয়েছিল। এর মধ্যে একটি ট্রলার আরাকান আর্মির কবলে পড়ে। তারা ট্রলারটি জব্দ করে জেলেদের ধরে নিয়ে যায়। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।’
মিয়ানমার সংবাদমাধ্যমে যা বলা হয়েছে
মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানায়, ২৮ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে আরাকান উপকূলীয় নিরাপত্তা উপ-ইউনিট একটি কাঠের নৌকা নিয়ে টহলে যায়। রাত সাড়ে ৭টার দিকে তারা বাংলাদেশের টেকনাফ থেকে আসা একটি ফিশিং বোটকে আরাকানের মংডু টাউনশিপের একরজা গ্রামের উপকূল থেকে প্রায় ২.১৪ কিলোমিটার পশ্চিমে মাছ ধরতে দেখতে পায়। এরপর নৌকাটি আটক করে ৭ বাংলাদেশি জেলেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।
স্থানীয় বোট মালিকদের উদ্বেগ
টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বলেন, ‘টেকনাফের কে কে পাড়ার শাওনের মালিকানাধীন ও হামিদ মাঝির পরিচালিত একটি ট্রলার মাছ শিকার শেষে ঘাটে ফেরার পথে আরাকান আর্মির হাতে পড়ে। এতে ট্রলারে থাকা সাত জেলে আটক হয়েছেন।’
তিনি আরও জানান, এ ধরনের ঘটনায় উপকূলীয় এলাকায় ভয় ও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে জানতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনে পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনাটি কক্সবাজার জেলা প্রশাসন ও কোস্টগার্ডকে জানানো হয়েছে।
সূত্রটি আরও জানায়, আটক জেলেদের উদ্ধারে সরকার কূটনৈতিক পর্যায়ে যোগাযোগের উদ্যোগ নিতে পারে।
