জুলাই সনদ
নিশ্চয়তা ছাড়া শুধু কাগজে সাইন দিতে রাজি নই: নাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:০০, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:০৯, ২৯ অক্টোবর ২০২৫
জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশ বা নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তাদের দল সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া কীভাবে হবে, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠান কেবলই আনুষ্ঠানিকতা। আমরা সংস্কার চাই, নিশ্চয়তা ছাড়া শুধু কাগজে সাইন দিতে রাজি নই।”
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় তিনি এ কথা বলেন।
এ সময় নাহিদ ইসলাম বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর সরকারের পক্ষ থেকে যদি কার্যকর নিশ্চয়তা আসে, তবেই এনসিপি স্বাক্ষর করবে।
নব্বইয়ের গণ–অভ্যুত্থানের পর ত্রিদলীয় জোটের রূপরেখার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা সেই প্রতারণার পুনরাবৃত্তি চাই না। জনগণকে আর বিভ্রান্ত হতে দেওয়া হবে না।”
নির্বাচনী প্রতীক ‘শাপলা’ না দেওয়ার বিষয়টিকে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “কোনো ব্যাখ্যা ছাড়াই যদি একটি প্রতীক বাতিল করা হয়, তাহলে জনগণ ধরে নেবে নির্বাচন কমিশন অন্য কোনো শক্তির প্রভাবে কাজ করছে।”
তিনি সতর্ক করে বলেন, “আমরা চাই না রাজপথে নামতে। কিন্তু আমাদের নির্বাচনী কার্যক্রমে বাধা দিলে আন্দোলন ছাড়া উপায় থাকবে না।”
এনসিপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে এবং খুব শিগগিরই তালিকা প্রকাশ করা হবে বলেও জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমরা চাই, আগামী সংসদে তরুণদের কণ্ঠস্বর থাকবে। ছাত্র, তরুণ, শ্রমিক, কৃষক, নারী ও প্রবাসীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থী তুলে আনাই আমাদের লক্ষ্য।”
জোট রাজনীতির বিষয়ে তিনি বলেন, “যদি জোটে যেতে হয়, তা নীতিগত জায়গা থেকে হবে। ইতিহাসের দায় যাদের ওপর, সংস্কারের বিপক্ষে যারা, তাদের সঙ্গে জোটে যাওয়ার আগে আমাদের ভাবতে হবে।”
নির্বাচনের আগে গুম–খুন ও জুলাই গণ–অভ্যুত্থানের মামলাগুলোর বিচারপ্রক্রিয়া অব্যাহত রাখার রোডম্যাপ ঘোষণা করতে হবে বলে দাবি জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, “যারা অতীতে ফ্যাসিবাদী কর্মকাণ্ডে সহযোগিতা করেছে, তারাও বিচারপ্রক্রিয়ার আওতায় আসতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
