মোহাম্মদপুরে গ্যারেজে ঢুকে হামলা ও লুটপাট
শ্রমিক দল নেতা কান্তা ফিরোজসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:২৫, ২৯ অক্টোবর ২০২৫
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ফিউচার হাউজিং এলাকায় একটি রিকশা গ্যারেজে হামলা চালিয়ে অটোরিকশা, মালামাল ও নগদ চার লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে কথিত শ্রমিক দল নেতা ফিরোজ ওরফে কান্তা ফিরোজের বিরুদ্ধে। এ ঘটনায় গ্যারেজ মালিক মনির হোসেন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেছেন।
মনির হোসেন জানান, মঙ্গলবার দুপুরে কান্তা ফিরোজের নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র ব্যক্তি গ্যারেজে প্রবেশ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি রাজি না হলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয় এবং মারধর করা হয়। এরপর হামলাকারীরা ড্রয়ারে থাকা নগদ চার লাখ টাকা, পাঁচটি অটোরিকশা ও তিন লাখ টাকার মালামাল লুট করে নেয়।
ঘটনার পর আহত মনির ও তার সহযোগীরা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মনির হোসেনের অভিযোগে কান্তা ফিরোজকে এক নম্বর আসামি করে মোট ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বলেন, ‘গ্যারেজ মালিকের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, কান্তা ফিরোজ দীর্ঘদিন ধরে শ্রমিক দল নেতা পরিচয়ে চাঁদাবাজি, দখলবাজি ও কিশোর গ্যাং পরিচালনা করে আসছেন।
এমনকি ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীনও তার দখলবাজির শিকার হয়েছেন। তিনি জানান, ‘ফিরোজ আমার নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে অফিস দখল করে নেয়। থানায় অভিযোগের পর পুলিশ তাকে আটক করলেও পরে আপসের শর্তে ছেড়ে দেওয়া হয়। এখন আবার সেই অফিসে নতুন করে তালা লাগিয়েছে।’
একটি সূত্র জানিয়েছে, ফিরোজের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজির একাধিক অভিযোগের প্রাথমিক প্রমাণ পুলিশের হাতে এসেছে। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
