পরকীয়া প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যা, নববধূ গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৪, ৩০ অক্টোবর ২০২৫
সিরাজগঞ্জের শাহজাদপুরে এক নববধূর বিরুদ্ধে নিজের স্বামীকে পরকীয়া প্রেমিকের সহায়তায় গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং অভিযুক্ত নববধূকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে অটোরিকশাচালক আব্দুল করিম (২৫) এক মাস আগে পাবনার বেড়া উপজেলার চাকলা গ্রামের এক তরুণীকে (১৯) বিয়ে করেন।
বিয়ের আগে থেকেই ওই তরুণীর সঙ্গে প্রতিবেশী সিএনজি চালক নূর আলম নাহিদের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরও যোগাযোগ বন্ধ হয়নি। গত সপ্তাহে নববধূ বাবার বাড়ি গেলে প্রেমিক নাহিদ তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। এরপর তারা করিমকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে।
পরিকল্পনা অনুযায়ী, প্রেমিক নাহিদ নববধূকে গ্যাস ট্যাবলেট কিনে দেয়। সোমবার (২৭ অক্টোবর) রাতে নববধূ পরিবারের সবাইকে কৃমির ওষুধ খাওয়ানোর নাম করে করিমকে গ্যাস ট্যাবলেট খাওয়ায়। কিছুক্ষণ পরই করিমের পেটে জ্বালাপোড়া ও বমি শুরু হয়।
পরিবার প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিলেও অবস্থার অবনতি হলে তাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মঙ্গলবার রাতে করিমের মৃত্যু হয়।
বুধবার (২৯ অক্টোবর) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এসময় নববধূকে আটক করা হয়।
শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী বলেন, “নববধূকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, প্রেমিক নাহিদের প্ররোচনায় স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়েছিল। আমরা নাহিদকে ধরতে অভিযান চালাচ্ছি।”
এ ঘটনায় নিহতের বাবা নবী মণ্ডল বাদী হয়ে নববধূ ও নূর আলম নাহিদকে আসামি করে থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
