স্যার এডমন্ড হিলারি প্রথম অভিযাত্রী হিসেবে দক্ষিণ মেরুতে পদার্পণ করেন
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ০৬:১০, ৩০ অক্টোবর ২০২৫
৩০ অক্টোবর বিশ্ব ইতিহাসের এক বৈচিত্র্যময় দিন— যেখানে সাম্রাজ্যের অবসান, নতুন রাষ্ট্রের জন্ম, জ্ঞানের আলো ছড়ানো প্রতিষ্ঠান এবং খেলাধুলার অনন্য অধ্যায়—সব মিলিয়ে মানবসভ্যতার বিকাশের এক বহুবর্ণ চিত্র অঙ্কিত হয়েছে।বিশ্বের অন্যতম অভিযাত্রী স্যার এডমন্ড হিলারি প্রথম অভিযাত্রী হিসেবে দক্ষিণ মেরুতে পদার্পণ করেন।
১৮৬৪ – অস্ট্রিয়ার সম্রাট এবং প্রুশিয়া ও ডেনমার্কের রাজা দ্বয়ের মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে ডেনমার্ক দ্বিতীয় শ্লেসভিগ যুদ্ধের পরাজিত পক্ষ হিসেবে কিছু ভূখণ্ড হারায়, এবং ইউরোপীয় শক্তির ভারসাম্যে নতুন অধ্যায়ের সূচনা ঘটে।
১৮৯১ – জাপানে সংঘটিত প্রবল ভূমিকম্পে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটে। এই ভূমিকম্পটি ছিল গিফু অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি।
১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধের অন্তিম পর্যায়ে ইউরোপজুড়ে রাজনৈতিক পালাবদলের ঢেউ ওঠে। এই দিনেই তুরস্ক আত্মসমর্পণ করে, একই সঙ্গে অস্ট্রিয়ায় বিপ্লব সংগঠিত হয়, আর হাঙ্গেরিতে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের সূচনা ঘটে।
১৯২০ – ভারতের শ্রমিক আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) প্রতিষ্ঠিত হয়, যা ছিল দেশের প্রথম শ্রমিক সংগঠন।
১৯২২ – ইতালিতে বেনিতো মুসোলিনি নেতৃত্বাধীন ফ্যাসিবাদী সরকার আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভা গঠন করে ক্ষমতা গ্রহণ করে, যা পরবর্তীকালে ইউরোপে স্বৈরশাসনের যুগ সূচনা করে।
১৯৪৫ – ভারত জাতিসংঘের সদস্য পদ লাভ করে, স্বাধীনতার আগেই আন্তর্জাতিক পরিসরে নিজেদের অবস্থান নিশ্চিত করে নেয় দেশটি।
১৯৫২ – ঢাকায় প্রতিষ্ঠিত হয় এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, যা পরবর্তীতে দেশীয় গবেষণা, ইতিহাস ও সংস্কৃতির বিকাশে এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখে।
১৯৫৮ – বিশ্বের অন্যতম অভিযাত্রী স্যার এডমন্ড হিলারি প্রথম অভিযাত্রী হিসেবে দক্ষিণ মেরুতে পদার্পণ করেন।
১৯৭৩ – কেনিয়ায় হাতি শিকার ও হাতির দাঁতের ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করা হয়—বন্যপ্রাণী সংরক্ষণের ইতিহাসে এটি ছিল এক যুগান্তকারী সিদ্ধান্ত।
১৯৮২ – পর্তুগালে আট বছরের সামরিক শাসনের অবসান ঘটে এবং দেশটি পুনরায় গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসে।
১৯৮৩ – পূর্ব তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ১,২০০ মানুষের মৃত্যু ঘটে।
১৯৯১ – মার্কিন ও সোভিয়েত প্রেসিডেন্টদের উপস্থিতিতে মাদ্রিদে ইসরাইলি-আরব ও ফিলিস্তিনিদের শান্তি সম্মেলন শুরু হয়, যা মধ্যপ্রাচ্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক উদ্যোগ ছিল।
১৯৯২ – পৃথিবী গোলাকার বলে গ্যালিলিও গ্যালিলির তত্ত্বের সত্যতা ৩৬০ বছর পর আনুষ্ঠানিকভাবে স্বীকার করে রোমান ক্যাথলিক চার্চ।
২০১১ – নারীর ক্ষমতায়নের ইতিহাসে বাংলাদেশে এক নতুন অধ্যায় রচিত হয়, যখন দেশের প্রথম নারী মেয়র সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হন।
