আক্তার বানুর মৃত্যুতে জাসদের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৪০, ২৮ অক্টোবর ২০২৫
বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সোরায়েদ সাদীর নানী আক্তার বানু আজ মঙ্গলবার ভোররাত ৩টা ৫১ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
মরহুমা আক্তার বানু চার পুত্র, এক কন্যা, নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে জানাজা আজ বুধবার বাদ জোহর চকবাজার শাহী মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
জাসদের শোকবার্তা:
জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদ কেন্দ্রীয় কমিটি এক শোকবার্তায় বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সোরায়েদ সাদীর নানী আক্তার বানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
শোকবার্তায় বলা হয়, আক্তার বানু ছিলেন একজন সদাচারিণী ও পরোপকারী নারী। তাঁর মৃত্যুতে পরিবারসহ সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে। দলীয় নেতারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি ধৈর্য ও শক্তি প্রার্থনা করেন।
