সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

| ১২ কার্তিক ১৪৩২

২৭ আক্টোবর-যাদের হারিয়েছি

সমাজকাল ডেস্ক 

প্রকাশ: ১০:২৬, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:৪১, ২৭ অক্টোবর ২০২৫

২৭ আক্টোবর-যাদের হারিয়েছি

ইতিহাসের এই দিনে আমরা স্মরণ করি তাদের, যাদের অবদান মানবসভ্যতার বিভিন্ন ক্ষেত্রে অমলিন হয়ে আছে। বিজ্ঞানের অগ্রগতি থেকে সংগীত, সাহিত্য, রাজনীতি ও শিল্পকলায় তারা রেখে গেছেন চিরস্থায়ী ছাপ।মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট আকবর মহান ছিলেন সহিষ্ণুতা, প্রশাসনিক দক্ষতা ও সাংস্কৃতিক উদারতার প্রতীক। তাঁর শাসনকাল ভারতীয় ইতিহাসে ‘সুবর্ণযুগ’ নামে খ্যাত।

 ১৪৪৯ — উলুগ বেগ

তিমুরীদ বংশীয় সুলতান মির্জা মোহাম্মদ তারেঘ বিন শাহরুখ, যিনি ইতিহাসে উলুগ বেগ নামে পরিচিত, ছিলেন একাধারে শাসক, জ্যোতির্বিদ ও গণিতবিদ। সমরকন্দে তার প্রতিষ্ঠিত মানমন্দির সে যুগে ছিল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জ্যোতির্বিদ্যা গবেষণাকেন্দ্র।

 ১৫০৫ — তৃতীয় আইভান

রাশিয়ার প্রভাবশালী জার তৃতীয় আইভান তাঁর শাসনামলে রুশ রাজতন্ত্রকে কেন্দ্রীভূত করেছিলেন। আধুনিক রাশিয়ার ভিত্তি রচনায় তাঁর ভূমিকা ইতিহাসে অমোচনীয়।

 ১৬০৫ — সম্রাট আকবর

মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট আকবর মহান ছিলেন সহিষ্ণুতা, প্রশাসনিক দক্ষতা ও সাংস্কৃতিক উদারতার প্রতীক। তাঁর শাসনকাল ভারতীয় ইতিহাসে ‘সুবর্ণযুগ’ নামে খ্যাত।

 ১৬৭৫ — গিলেস দ্য রবেরভাল

ফরাসি গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী রবেরভাল বক্ররেখা ও ক্যালকুলাস তত্ত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। বৈজ্ঞানিক চিন্তার বিকাশে তাঁর কাজ ছিল যুগান্তকারী।

 ১৯০৭ — ব্রহ্মবান্ধব উপাধ্যায় (জ. ১৮৬১)

ভারতের স্বাধীনতা সংগ্রামী, সাংবাদিক ও বাঙালি ব্রহ্মবাদী চিন্তাবিদ। তাঁর লেখনী ও ত্যাগে জাতীয় চেতনা নতুন দিশা পায়।

 ১৯৩৭ — আবদুল করিম খাঁ (জ. ১৮৭২)

হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি শিল্পী ও কিরানা ঘরানার প্রতিষ্ঠাতা। তার কণ্ঠে সংগীত পেয়েছিল আত্মার ভাষা।

 ১৯৬৮ — লিজে মাইটনার

অস্ট্রিয়ায় জন্ম নেওয়া ইংরেজ পদার্থবিজ্ঞানী লিজে মাইটনার ছিলেন পারমাণবিক বিভাজন তত্ত্বের অন্যতম আবিষ্কারক। বিজ্ঞানজগতে তিনি নারী অধ্যাপকদের পথিকৃত।

১৯৭৫ — কাফি খাঁ (প্রফুল্লচন্দ্র লাহিড়ী, জ. ১৯০০)

বাংলার ব্যঙ্গচিত্রশিল্পে এক উজ্জ্বল নাম। তার কার্টুন ও রসাত্মক সৃষ্টিতে ফুটে উঠত সমাজ ও রাজনীতির গভীর ব্যঙ্গচিত্র।

 ১৯৮০ — জন হ্যাসব্রাউক ভ্যান ভ্লেক

নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ, যিনি কোয়ান্টাম মেকানিক্স ও চৌম্বকত্ব তত্ত্বে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর গবেষণা আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি মজবুত করে।

 ১৯৯১ — জর্জ বার্কার

ইংরেজ কবি ও ঔপন্যাসিক জর্জ বার্কার তার তীব্র রোমান্টিক আবেগ ও গভীর দর্শনবোধে পাঠকের মন জয় করেছিলেন।

 ২০০১ — প্রদীপ কুমার

ভারতীয় বাংলা ও হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা। পর্দায় তাঁর ব্যক্তিত্ব ও অভিনয়ভঙ্গি তাঁকে করে তুলেছিল এক অনন্য নায়ক।

 ২০০৩ — তরুণকুমার চট্টোপাধ্যায় (জ. ১৯৩১)

বাংলা চলচ্চিত্র ও মঞ্চের প্রখ্যাত অভিনেতা, মহানায়ক উত্তম কুমারের অনুজ। নাট্যজগতে তাঁর নীরব অথচ গভীর অবদান আজও স্মরণীয়।

 ২০০৮ — ফ্রাঙ্ক নাগাই

জাপানের জনপ্রিয় গায়ক ও সুরকার, যিনি আধুনিক জাপানি সংগীতে পশ্চিমা ধারার প্রভাবকে সংহত করেছিলেন।

 ২০১৩ — ডারর্যকন রান্ডাল

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার, যিনি তাঁর দেশীয় ক্রিকেট অঙ্গনে প্রতিভা ও নিবেদন দিয়ে অল্প সময়েই অনুরাগ অর্জন করেছিলেন।

 তাদের কর্ম, চিন্তা ও সৃষ্টিই আজও আমাদের অনুপ্রেরণার উৎস।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়রপ্রার্থী মামদানি
কার্যক্রম চলমান থাকবে, নভেম্বরের মধ্যে শেষ নয়
দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক শুরু
নয়াদিল্লি-বেইজিং উষ্ণতায় ফিরছে চালু হলো ভারত -চীন সরাসরি ফ্লাইট
উত্তরা থেকে মতিঝিল পুরো পথে মেট্রোরেল আবার চালু
গাজা উপত্যকায় নিহত জিম্মিদের মরদেহ উদ্ধারে মিশর–রেড ক্রসের অভিযান
ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ করবে
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ আজ জমা দেওয়ার সম্ভাবনা
আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে সংঘর্ষ, বাসে আগুন
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান
‘জুলাই শহীদদের আদর্শ ও উদ্দেশ্য পূরণ হয়নি’
বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা