স্মরণ ও শ্রদ্ধা
নোবেল জনকের জন্ম
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ০৯:৫৪, ২১ অক্টোবর ২০২৫

আজ আলফ্রেড নোবেলের জন্মদিন। তিনি ছিলেন সুইডেনের বিখ্যাত বিজ্ঞানী, রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক ও দার্শনিক। তিনি ১৮৩৩ সালের ২১ অক্টোবর সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন। তার সবচেয়ে বড় অবদান হলো ডাইনামাইটের আবিষ্কার। এই আবিষ্কার তাকে একদিকে খ্যাতি এনে দেয়, আবার অন্যদিকে যুদ্ধ ও ধ্বংসে ব্যবহৃত হওয়ায় তাকে আত্মগ্লানিতেও ভুগতে হয়।
জীবনের শেষদিকে তিনি নিজের সম্পত্তির বড় একটি অংশ দান করে যান একটি তহবিল গঠনের জন্য, যার আয় থেকে প্রতিবছর পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কার প্রদান করা হয়। পরবর্তীকালে অর্থনীতিতেও এই পুরস্কার যুক্ত হয়।
আলফ্রেড নোবেল ১৮৯৬ সালের ১০ ডিসেম্বর ইতালির সানরেমো শহরে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার নাম অমর হয়ে আছে মানবকল্যাণের প্রতীক হিসেবে।