বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

ইতিহাসের পাতা থেকে 

সম্রাট নেপোলিয়নের নির্বাসন জীবন শুরু হয়

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ০০:১৯, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:২৯, ১৪ অক্টোবর ২০২৫

সম্রাট নেপোলিয়নের নির্বাসন জীবন শুরু হয়

ছবি : সংগৃহীত

১৫ অক্টোবর ইতিহাসে নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। আজকের দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটেছে এমন সব ঘটনা, যা মানবসভ্যতার গতিপথে রেখেছে গভীর ছাপ।

প্রাচীন ও মধ্যযুগের ঘটনা
১৫৮২ সালে ইতালি ও স্পেনে প্রবর্তিত হয় গ্রেগরীয় ক্যালেন্ডার বা খ্রিষ্টীয় সাল। পোপ ত্রয়োদশ গ্রেগরির উদ্যোগে প্রবর্তিত এই নতুন ক্যালেন্ডার ব্যবস্থায় ৫ অক্টোবরের পরের দিনটি ১৫ অক্টোবর ধরা হয়। এর মাধ্যমে পূর্ববর্তী জুলিয়ান পঞ্জিকার ত্রুটি সংশোধন করা হয় এবং আজও এই ক্যালেন্ডারই বিশ্বের মান পঞ্জিকা হিসেবে ব্যবহৃত হচ্ছে।
১৬৭৬ সালে ব্রিটেনের রাজা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে মুদ্রা তৈরি বা টাকা ও পয়সা ছাপানোর অনুমতি দেন। এই সিদ্ধান্ত ভারতবর্ষে উপনিবেশিক অর্থব্যবস্থার সূচনা ঘটায় এবং পরবর্তীকালে উপমহাদেশের অর্থনৈতিক কাঠামোয় গভীর প্রভাব ফেলে।

আধুনিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৮১৫ সালে সেন্ট হেলেনা দ্বীপে ফরাসি সম্রাট নেপোলিয়নের নির্বাসন জীবন শুরু হয়। ইউরোপজুড়ে যুদ্ধ জয়ের পরও ওয়াটারলুতে পরাজিত হয়ে তিনি এই প্রত্যন্ত দ্বীপেই মৃত্যুবরণ করেন।
১৮৯৪ সালে ফ্রান্সে শুরু হয় ইহুদি সেনা কর্মকর্তা আলফ্রেড দারিফুসের বিচার। গোয়েন্দাবৃত্তির অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এই বিচার ইউরোপে ইহুদি-বিরোধী মনোভাবের বিরুদ্ধে বৃহৎ সামাজিক আন্দোলনের জন্ম দেয়।

বিশ শতকের মাইলফলক
১৯১৭ সালে ডাচ নৃত্যশিল্পী ও গুপ্তচর মাটা হ্যারিকে জার্মানদের পক্ষে গোয়েন্দাগিরির অভিযোগে গুলি করে হত্যা করা হয়।

১৯৪৫ সালে ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে লাভালের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, আর ১৯৪৬ সালে ন্যুরেমবার্গে যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর হয়।
একই বছরে জার্মান ফিল্ড মার্শাল হারম্যান গোয়েরিং আত্মহত্যা করেন, মৃত্যুদণ্ড কার্যকরের মাত্র কয়েক ঘণ্টা আগে।

১৯৬৪ সালে চীন প্রথমবারের মতো পারমাণবিক বোমা পরীক্ষা করে, যা এশিয়ার কৌশলগত ভারসাম্যে নতুন অধ্যায় যোগ করে।
সেই বছরই ব্রিটেনে লেবার পার্টি ক্ষমতায় আসে এবং সোভিয়েত ইউনিয়নে নিকিতা ক্রুশ্চেভ পদচ্যুত হন।

সাম্প্রতিক ইতিহাসে
১৯৬৯ সালে সোমালিয়ার প্রেসিডেন্ট আবদুর রশিদ আলী শেরমারকি আততায়ীর হাতে নিহত হন।

১৯৮৫ সালের এই দিনে ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মর্মান্তিক দুর্ঘটনা, যেখানে প্রাণ হারান ৩৯ জন ছাত্র, কর্মচারী ও অতিথি। সেই থেকে দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালিত হয়।
একই বছরে সোভিয়েত নেতা গর্বাচেভ ‘পেরেস্ত্রইকা’ বা পুনর্গঠন নীতি ঘোষণা করেন, যা পরে সোভিয়েত ইউনিয়নের পতনের পথ প্রশস্ত করে।

১৯৮৬ সালে হুসেইন মুহম্মদ এরশাদ প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৯৩ সালে নেলসন ম্যান্ডেলা ও ডি ক্লার্ক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান, দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের অবসানে তাঁদের ভূমিকার স্বীকৃতি হিসেবে।

একবিংশ শতকের দিকচিহ্ন
২০০৮ সালে স্টকহোমে ‘গ্লোবাল হ্যান্ডওয়াশিং ডে’ বা হাত ধোয়া দিবস প্রথমবার পালিত হয়।
২০২০ সালে ভিয়েতনামের হ্যানয়ে বিশ্বের ১৫টি দেশ আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করে, যা বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট হিসেবে পরিচিতি পায়।

১৫ অক্টোবরের দিনটি মানবসভ্যতার ইতিহাসে বৈজ্ঞানিক, রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের প্রতীক। গ্রেগরীয় ক্যালেন্ডার প্রবর্তন থেকে নেপোলিয়নের নির্বাসন, দারিফুসের বিচার, জগন্নাথ হলের শোকাবহ দুর্ঘটনা এবং বৈশ্বিক বাণিজ্যচুক্তি— প্রতিটি ঘটনা পৃথিবীর ইতিহাসে এক অনন্য দাগ রেখে গেছে।

আরও পড়ুন