২৭ অক্টোবর : জন্মদিনে যাদের মনে রাখি
প্রকাশ: ১০:৪১, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:৪২, ২৭ অক্টোবর ২০২৫
এই দিনে জন্মেছেন জেমস কুক: ইংরেজ পরিব্রাজক, প্রশান্ত মহাসাগর আবিষ্কারের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নাবিক।২৭ অক্টোবর জন্মদিনে স্মরণীয় ব্যক্তিত্বরা — জেমস কুক থেকে আব্বাসউদ্দিন আহমদ, কাদের সিদ্দিকী থেকে মাহিয়া মাহি পর্যন্ত।
আন্তর্জাতিক পরিমণ্ডল
১৭২৮ – জেমস কুক: ইংরেজ পরিব্রাজক, প্রশান্ত মহাসাগর আবিষ্কারের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নাবিক।
১৭৪৪ – মেরি মোজা: ইংরেজ চিত্রকর, নারীর প্রতিকৃতি চিত্রণে খ্যাত।
১৮১১ – আইজ্যাক সিঙ্গার: মার্কিন শিল্পপতি ও সিঙ্গার কর্পোরেশন-এর প্রতিষ্ঠাতা, সেলাই মেশিনে বিপ্লব ঘটান।
১৮৪৪ – ক্লাস পন্টুস আর্নল্ডসন: নোবেল শান্তি পুরস্কারজয়ী সুইডিশ সাংবাদিক ও রাজনীতিবিদ।
১৮৫৮ – থিওডোর রুজভেল্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের ২৬তম রাষ্ট্রপতি, নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত প্রভাবশালী নেতা।
১৯১৪ – ডিলান টমাস: আধুনিক ইংরেজ কবিতার কিংবদন্তি, ‘Do Not Go Gentle into That Good Night’-এর রচয়িতা।
১৯৫২ – রবার্তো বেনিগনি: ইতালীয় অভিনেতা ও পরিচালক, ‘Life Is Beautiful’-এর জন্য অস্কারজয়ী শিল্পী।
১৯৬৪ – মার্ক অ্যান্থনি টেলর: সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৯৮৬ – ডেভিড ওয়ার্নার: আধুনিক অস্ট্রেলিয়ান ওপেনার, একাধিক বিশ্বকাপজয়ী ক্রিকেটার।
১৯৮৭ – সেবাস্টিয়ান গাক্কি: কানাডীয় চলচ্চিত্র অভিনেতা।
?? বাংলা ও উপমহাদেশ
১৮৪৯ – চন্দ্রশেখর মুখোপাধ্যায়: যশস্বী বাঙালি লেখক (মৃ. ১৯/১০/১৯২২)।
১৯০১ – আব্বাসউদ্দিন আহমদ: বাংলা লোকসঙ্গীতের অমর শিল্পী; গ্রামীণ গানকে শহুরে শ্রোতার কাছে পৌঁছে দেন (মৃ. ৩০/১২/১৯৫৯)।
১৯০৪ – যতীন্দ্রনাথ দাস: ব্রিটিশবিরোধী বিপ্লবী, লাহোর ষড়যন্ত্র মামলায় অনশন করে শহীদ হন (মৃ. ১৩/০৯/১৯২৯)।
১৯১০ – মহেন্দ্র গুপ্ত: বিশিষ্ট নাট্যকার, মঞ্চাভিনেতা ও নাটক পরিচালক (মৃ. ১১/১১/১৯৮৪)।
১৯১৫ – মৃগেন্দ্রনাথ দত্ত: ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী নেতা (মৃ. ০৩/০৯/১৯৩৩)।
১৯২০ – কে. আর. নারায়নান: ভারতের ১০ম রাষ্ট্রপতি, প্রথম দলিত রাষ্ট্রনেতা (মৃ. ০৯/১১/২০০৫)।
১৯৩২ – সিলভিয়া প্লাথ: মার্কিন কবি ও ঔপন্যাসিক, আধুনিক কাব্যসাহিত্যের প্রভাবশালী কণ্ঠ।
১৯৪৪ – সিরাজ সিকদার: বাংলাদেশের কমিউনিস্ট বিপ্লবী নেতা, বিপ্লবী কর্মসূচির প্রতীকী নাম।
১৯৪৭ – বঙ্গবীর কাদের সিদ্দিকী: মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক, বীর উত্তম পদকপ্রাপ্ত।
১৯৬৬ – দিব্যেন্দু বড়ুয়া: বাংলাদেশের প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার, জাতীয় গৌরব।
১৯৭৭ – কুমার সাঙ্গাকারা: শ্রীলঙ্কার ক্রিকেট কিংবদন্তি, আইসিসি হল অব ফেমে অন্তর্ভুক্ত।
১৯৮৪ – ইরফান পাঠান: ভারতীয় ক্রিকেটার, বল-ব্যাট দুই ক্ষেত্রেই সফল অলরাউন্ডার।
১৯৯৩ – শারমিন আকতার নিপা (মাহিয়া মাহি): বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী, আধুনিক বাণিজ্যিক সিনেমার নায়িকা।
