২৭ অক্টোবর : জন্মদিনে যাদের মনে রাখি
এই দিনে জন্মেছেন জেমস কুক: ইংরেজ পরিব্রাজক, প্রশান্ত মহাসাগর আবিষ্কারের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নাবিক।২৭ অক্টোবর জন্মদিনে স্মরণীয় ব্যক্তিত্বরা — জেমস কুক থেকে আব্বাসউদ্দিন আহমদ, কাদের সিদ্দিকী থেকে মাহিয়া মাহি পর্যন্ত।