ঢাকায় ১৪ নভেম্বর এক মঞ্চে রকঝড় উঠবে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:৩৫, ৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:৫৩, ৬ অক্টোবর ২০২৫
বাংলাদেশের রকসঙ্গীতপ্রেমীদের জন্য আসছে এক ঐতিহাসিক সন্ধ্যা। প্রথমবারের মতো এক মঞ্চে উঠছেন বাংলাদেশের রকস্টার নগর বাউল জেমস এবং পাকিস্তানের কিংবদন্তি ব্যান্ড জুনুন-এর প্রধান ভোকাল আলী আজমত।
আগামী ১৪ নভেম্বর রাজধানীর কুর্মিটোলার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন বাজ জানিয়েছে, অনুষ্ঠানটির শিরোনাম রাখা হয়েছে —“আলী আজমত ভয়েস অব জুনুন অ্যান্ড নগর বাউল জেমস লাইভ ইন ঢাকা”।
ইতোমধ্যে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ‘গেট সেট রক’–এ শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। তিন ক্যাটাগরিতে টিকিট পাওয়া যাচ্ছে —
- ভিআইপি: ৬,৯৯৯ টাকা
- প্রিমিয়াম: ৩,৪৯৯ টাকা
- স্টুডেন্ট: ১,৪৯৯ টাকা
কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়, দর্শকদের জন্য গেট খোলা হবে বিকেল ৫টা থেকে এবং প্রবেশ করা যাবে রাত ৮টা পর্যন্ত।
গত সপ্তাহে স্থানীয় প্রশাসনের অনুমতি না পাওয়ায় মেহেরপুরে জেমসের নির্ধারিত কনসার্ট বাতিল হয়, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সেই ঘটনার পরপরই এই নতুন কনসার্টের ঘোষণা আসে, যা ভক্তদের মধ্যে নতুন উচ্ছ্বাস তৈরি করেছে।
বাংলাদেশের নগর বাউল জেমস ও পাকিস্তানের রক তারকা আলী আজমতের এই যৌথ পরিবেশনা দুই দেশের সঙ্গীতপ্রেমীদের জন্য হতে যাচ্ছে এক অনন্য সেতুবন্ধন — এক মঞ্চে দুই কিংবদন্তির রক গর্জন।
