‘সং সাং ব্লু’তে হিউ জ্যাকম্যান ও কেট হাডসন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২:০৫, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:৩৬, ২৯ অক্টোবর ২০২৫
হলিউডের দুই তারকা কেট হাডসন ও হিউ জ্যাকম্যান আবারও একসঙ্গে ফিরেছেন নতুন ছবি ‘সং সাং ব্লু’-তে। এএফআই ফেস্টে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন দুজনই।
ক্রেগ ব্রুয়ার পরিচালিত এই জীবনীভিত্তিক মিউজিক্যাল ড্রামাতে কেট ও হিউ অভিনয় করেছেন সংগ্রামী সংগীতশিল্পী দম্পতি মাইক ও ক্লেয়ার সারদিনা চরিত্রে, যারা ‘লাইটনিং এন্ড থান্ডার’ নামের ব্যান্ড গঠন করেন।
এই সিনেমাটি নির্মিত হয়েছে গ্রেগ কোহসের ২০০৮ সালের একই নামের ডকুমেন্টারির ওপর ভিত্তি করে। যেখানে বাস্তব জীবনের এক দম্পতির অনুপ্রেরণামূলক সংগীতযাত্রা তুলে ধরা হয়েছে।
সহঅভিনেতা হিউ জ্যাকম্যানের সঙ্গে কাজের অভিজ্ঞতা স্মরণ করে কেট হাডসন বলেন, ‘হিউ’র সঙ্গে কাজ করা মানেই একধরনের জাদু অনুভব করা। তিনি অত্যন্ত প্রাণবন্ত, দয়ালু এবং উদার মনের মানুষ। তার সঙ্গে কাজ করলে অনায়াসেই তাকে ভালোবেসে ফেলা যায়—তিনি সত্যিই চমৎকার।’
তিনি আরও জানান, রেকর্ডিং সেশনে দুজনের মধ্যে দারুণ বোঝাপড়া তৈরি হয়েছিল।
হাডসন বলেন, ‘আমরা ঘণ্টার পর ঘণ্টা একসঙ্গে গান করেছি। মঞ্চের আগে স্টুডিওতে কাটানো সময়টিই আমাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে তুলেছিল। এটা চরিত্রের বাস্তবতা ফুটিয়ে তোলায় দারুণ সহায়ক হয়েছে।’
ছবির লেখক-পরিচালক ক্রেগ ব্রুয়ার বলেন, ‘প্রথম দিন যখন তারা স্টুডিওতে একসঙ্গে গাইলেন, সেটা ছিল সত্যিই জাদুকরী মুহূর্ত। তাদের গলা মিশে যাওয়ার দৃশ্যটা সবাইকে মুগ্ধ করেছিল।’
তিনি আরও যোগ করেন, ‘শুটিংয়ের সময় পুরো ইউনিট একমত হয়েছিল—এটাই আমরা চেয়েছিলাম, কিন্তু জানতাম না যে এতটা সুন্দর হবে।’ তাদের রসায়ন সেটে ছিল সংক্রামক।
