বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

| ১৩ কার্তিক ১৪৩২

‘সং সাং ব্লু’তে হিউ জ্যাকম্যান ও কেট হাডসন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২:০৫, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:৩৬, ২৯ অক্টোবর ২০২৫

‘সং সাং ব্লু’তে হিউ জ্যাকম্যান ও কেট হাডসন

হলিউডের দুই তারকা কেট হাডসন ও হিউ জ্যাকম্যান আবারও একসঙ্গে ফিরেছেন নতুন ছবি ‘সং সাং ব্লু’-তে। এএফআই ফেস্টে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন দুজনই।

ক্রেগ ব্রুয়ার পরিচালিত এই জীবনীভিত্তিক মিউজিক্যাল ড্রামাতে কেট ও হিউ অভিনয় করেছেন সংগ্রামী সংগীতশিল্পী দম্পতি মাইক ও ক্লেয়ার সারদিনা চরিত্রে, যারা ‘লাইটনিং এন্ড থান্ডার’ নামের ব্যান্ড গঠন করেন।

এই সিনেমাটি নির্মিত হয়েছে গ্রেগ কোহসের ২০০৮ সালের একই নামের ডকুমেন্টারির ওপর ভিত্তি করে। যেখানে বাস্তব জীবনের এক দম্পতির অনুপ্রেরণামূলক সংগীতযাত্রা তুলে ধরা হয়েছে।

সহঅভিনেতা হিউ জ্যাকম্যানের সঙ্গে কাজের অভিজ্ঞতা স্মরণ করে কেট হাডসন বলেন, ‘হিউ’র সঙ্গে কাজ করা মানেই একধরনের জাদু অনুভব করা। তিনি অত্যন্ত প্রাণবন্ত, দয়ালু এবং উদার মনের মানুষ। তার সঙ্গে কাজ করলে অনায়াসেই তাকে ভালোবেসে ফেলা যায়—তিনি সত্যিই চমৎকার।’

তিনি আরও জানান, রেকর্ডিং সেশনে দুজনের মধ্যে দারুণ বোঝাপড়া তৈরি হয়েছিল।

হাডসন বলেন, ‘আমরা ঘণ্টার পর ঘণ্টা একসঙ্গে গান করেছি। মঞ্চের আগে স্টুডিওতে কাটানো সময়টিই আমাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে তুলেছিল। এটা চরিত্রের বাস্তবতা ফুটিয়ে তোলায় দারুণ সহায়ক হয়েছে।’

ছবির লেখক-পরিচালক ক্রেগ ব্রুয়ার বলেন, ‘প্রথম দিন যখন তারা স্টুডিওতে একসঙ্গে গাইলেন, সেটা ছিল সত্যিই জাদুকরী মুহূর্ত। তাদের গলা মিশে যাওয়ার দৃশ্যটা সবাইকে মুগ্ধ করেছিল।’

তিনি আরও যোগ করেন, ‘শুটিংয়ের সময় পুরো ইউনিট একমত হয়েছিল—এটাই আমরা চেয়েছিলাম, কিন্তু জানতাম না যে এতটা সুন্দর হবে।’ তাদের রসায়ন সেটে ছিল সংক্রামক।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তিন বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা শোকজ নয়, তথ্য চাওয়া হয়েছে
স্বর্ণের দামে বড় পতন এক দিনে ভরিতে কমল ১০ হাজার টাকার বেশি
পররাষ্ট্র উপদেষ্টা অবাক হলেন ভারতের পররাষ্ট্রসচিবকে পাল্টা প্রশ্ন না করায়
১০ রেফারির বাজি প্রায় ২০ হাজার ম্যাচে...!
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার হাতে
ব্যানার ছেঁড়ার জেরে বন্দুকযুদ্ধ: চট্টগ্রামের ছাত্রদল কর্মী নিহত, আহত ১৫ জন
অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
যুক্তরাষ্ট্রে টানা চার সপ্তাহ ধরে শাটডাউন বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২৭৬১ ও ভোটকক্ষ ২৪৪৬৪৯
‘শাপলা’ পাচ্ছে না এনসিপি অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ পাকিস্তানের
নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়রপ্রার্থী মামদানি
কার্যক্রম চলমান থাকবে, নভেম্বরের মধ্যে শেষ নয়
দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক শুরু
নয়াদিল্লি-বেইজিং উষ্ণতায় ফিরছে চালু হলো ভারত -চীন সরাসরি ফ্লাইট