বাগদান নিয়ে রহস্যই রাখলেন রাশমিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১:৫৪, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:১৫, ২৮ অক্টোবর ২০২৫
ভারতের দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা অবশেষে মুখ খুললেন বিজয় দেবরাকোন্ডার সঙ্গে তার বাগদানের চলমান জল্পনা নিয়ে। এক প্রশ্নের উত্তরে তিনি এমন মন্তব্য করেছেন যা ভক্তদের মনে আরও কৌতূহল জাগিয়েছে।
‘থাম্মা’ সিনেমার প্রচারণার এক অনুষ্ঠানে রাশমিকাকে প্রশ্ন করা হয়, বিজয় দেবরাকোন্ডার সঙ্গে তার বাগদান কি সত্যি?
তেলেগু৩৬০-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী মৃদু হেসে বলেন, এটা সম্পর্কে সবাই জানে। এই সংক্ষিপ্ত মন্তব্যেই যেন তিনি ইঙ্গিত দিলেন, গুঞ্জনে অনেকটাই সত্যতা রয়েছে।
এর আগে এনডিটিভি সূত্রে জানা যায়, রাশমিকা ও বিজয় গত ৩ অক্টোবর পারিবারিকভাবে আংটি বদল করেছেন।
বাগদান অনুষ্ঠানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই শুধু উপস্থিত ছিলেন—মিডিয়াকে রাখা হয় দূরে।
গালাটা প্লাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে যখন সাংবাদিক তাকে অভিনন্দন জানালেন, প্রথমে রাশমিকা ভেবেছিলেন তার পারফিউম লঞ্চের জন্য শুভেচ্ছা দেওয়া হচ্ছে। পরে সাংবাদিক মজার ছলে বললেন, “আর কিছু উদ্যাপনের আছে নাকি?”
রাশমিকা হাসতে হাসতে বলেন— আছে অনেক কিছু। সবকিছুর জন্যই অভিনন্দন গ্রহণ করলাম।
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের কুকুর অউরা-র সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন রাশমিকা। ভিডিওটিতে তার আঙুলে দেখা যায় এক ঝলমলে হীরার আংটি।
অনেক ভক্তই মন্তব্য করেন—এটাই সম্ভবত তার বাগদানের আংটি!
রাশমিকা ও বিজয় দেবরাকোন্ডা প্রথম জুটি বাধেন ২০১৮ সালের রোমান্টিক হিট গীতা গোবিন্দম-এ, এরপর ডিয়ার কমরেড (২০১৯)। সেই থেকেই তাদের অন-স্ক্রিন রসায়ন নিয়ে ছড়ায় বাস্তব প্রেমের গুঞ্জন। যদিও তারা কখনও প্রকাশ্যে সম্পর্ক স্বীকার করেননি।
বিনোদনজগতে গুঞ্জন—২০২৬ সালের ফেব্রুয়ারিতেই হতে পারে এই জনপ্রিয় তারকা জুটির বিয়ে।
এদিকে রাশমিকার সাম্প্রতিক বক্তব্যে যেন সেই জল্পনাই আরও পোক্ত হলো।
