উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী ‘গ্রোকিপিডিয়া’
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ২৩:২২, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:৪৪, ২৮ অক্টোবর ২০২৫
প্রযুক্তি জগতের আলোচিত উদ্যোক্তা ইলন মাস্ক তার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা এক্সএআইয়ের মাধ্যমে ‘উইকিপিডিয়ার’ বিকল্প হিসেবে ‘গ্রোকিপিডিয়া’ নামে নতুন এক ডিজিটাল বিশ্বকোষ চালু করেছেন। সোমবার (২৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়।
মাস্ক দীর্ঘদিন ধরেই ‘উইকিপিডিয়াকে’ আদর্শগতভাবে ‘বামপন্থী পক্ষপাতদুষ্ট’ বলে সমালোচনা করে আসছেন। সেই সমালোচনার ধারাবাহিকতায়ই এবার তিনি চালু করলেন নতুন এই প্ল্যাটফর্ম, যা তার ভাষায় ‘সত্য, সম্পূর্ণ সত্য এবং সত্য ছাড়া আর কিছু নয়’ প্রচারের লক্ষ্যে গঠিত।
প্রথম সংস্করণেই বিপুল কনটেন্ট
সোমবার সন্ধ্যা পর্যন্ত গ্রোকিপিডিয়ার ‘ভার্সন ০.১’–এ যুক্ত হয়েছে ৮ লাখ ৮৫ হাজারেরও বেশি আর্টিকেল। তুলনায় উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণে বর্তমানে রয়েছে প্রায় ৭০ লাখের বেশি আর্টিকেল।
মাস্ক প্রতিশ্রুতি দিয়েছেন, খুব শিগগিরই প্রকাশ পাবে ভার্সন ১.০, যা বর্তমান সংস্করণের তুলনায় ১০ গুণ সমৃদ্ধ হবে। এমনকি এই প্রাথমিক সংস্করণকেই তিনি ‘উইকিপিডিয়ার চেয়ে উন্নত’ বলে দাবি করেছেন।
এআই-নির্ভর তথ্যভাণ্ডার
গ্রোকিপিডিয়ার সব কনটেন্টই তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে—বিশেষত এক্সএআই-এর নিজস্ব এআই অ্যাসিস্ট্যান্ট ‘গ্রোক’–এর মাধ্যমে। সাইটটি চালুর পর মাস্ক তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘গ্রোক এবং গ্রোকিপিডিয়ার লক্ষ্য হলো সত্যকে তুলে ধরা—যতটা সম্ভব নিখুঁতভাবে। হয়তো কখনও পুরোপুরি নিখুঁত হতে পারব না, কিন্তু আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি।’
মূলত গত সেপ্টেম্বরেই গ্রোকিপিডিয়া চালু হওয়ার কথা ছিল। তবে কিছু ‘একপেশে বা ভুল তথ্য’ সংশোধনের কারণে এর উদ্বোধন এক মাস পেছানো হয়। ২০২৪ সালেই মাস্ক উইকিপিডিয়াকে ‘অতি-বামদের নিয়ন্ত্রিত প্ল্যাটফর্ম’ বলে অভিহিত করেন এবং তখনই অনুদান বন্ধের আহ্বান জানান। তার দাবি ছিল, উইকিপিডিয়া তথ্যে পক্ষপাত আনছে, যা নিরপেক্ষতার পরিপন্থী।
গ্রোকিপিডিয়ায় মাস্ককে নিয়ে লেখা একটি আর্টিকেলে বলা হয়েছে, ‘টেসলা ও স্পেসএক্স-এর প্রধান নির্বাহী হিসেবে ইলন মাস্ক প্রযুক্তিগত অগ্রগতি, জনসংখ্যা হ্রাস এবং প্রাতিষ্ঠানিক পক্ষপাতের মতো বিষয়গুলো নিয়ে বৈশ্বিক বিতর্কে নেতৃত্ব দিয়েছেন।’
সেই সঙ্গে উল্লেখ করা হয়েছে, প্রচলিত গণমাধ্যমগুলো প্রায়ই বাম-ঘেঁষা দৃষ্টিভঙ্গি থেকে তার সমালোচনা করে থাকে।
উল্লেখ্য, উইকিপিডিয়া ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল স্বেচ্ছাসেবকদের যৌথ উদ্যোগে। এটি মূলত অনুদাননির্ভর একটি প্ল্যাটফর্ম, যেখানে যেকোনো ইন্টারনেট ব্যবহারকারী নিবন্ধ লিখতে বা সম্পাদনা করতে পারেন। উইকিপিডিয়া সবসময়ই দাবি করে যে, তারা কনটেন্ট প্রকাশে ‘নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি’ বজায় রাখে।
কী পরিবর্তন আনতে পারে গ্রোকিপিডিয়া?
বিশেষজ্ঞরা মনে করছেন, মাস্কের এই নতুন উদ্যোগ অনলাইন জ্ঞানভিত্তিক তথ্যভাণ্ডার জগতে বড় প্রতিযোগিতা তৈরি করবে। বিশেষ করে এআই–নির্ভর তথ্যসংগ্রহ ও আপডেট প্রক্রিয়ায় উইকিপিডিয়ার বিকল্প হিসেবে একটি বুদ্ধিমত্তাপূর্ণ নতুন যুগের সূচনা করতে পারে গ্রোকিপিডিয়া।
