বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

| ১৩ কার্তিক ১৪৩২

জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ঝুঁকি থাকায় জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:১৪, ২৮ অক্টোবর ২০২৫

ঝুঁকি থাকায় জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি 

রাজনৈতিক অঙ্গন থেকে ‘হারিয়ে যাওয়ার ঝুঁকি’ এড়াতেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেনি বলে জানিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তার দাবি, দলটি নৈতিক অবস্থান থেকে জনগণের পক্ষে থেকে সিদ্ধান্ত নিয়েছে— ‘জুলাই বিক্রি নয়, সংবিধানের সঠিক পথে ফেরানোই আমাদের লক্ষ্য।’

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই সনদ বাস্তবায়নে রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। 
এই বৈঠকে এনসিপি জুলাই সনদ বাস্তবায়নের জন্য ছয় ধাপের একটি রূপরেখা প্রকাশ করে।

এসময় নাসীরুদ্দীন বলেন, ‘এনসিপির প্রতি অভিযোগ ছিল— আমরা কেন জুলাই সনদে স্বাক্ষর করিনি? আমরা যদি স্বাক্ষর করতাম, তাহলে হয়তো আজকে এই অবস্থানে আসতে পারতাম না। আমাদের সামনে ঝুঁকি ছিল, আমরা জাসদের মতো হারিয়ে যাবো কি না, রাজনৈতিক অঙ্গন থেকে মুছে যাবো কি না— সেই ভয়টা সত্যিই ছিল।’

তবুও এনসিপি জনগণের স্বার্থে সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নেয় বলে দাবি করেন এই নেতা। তিনি বলেন, ‘আমরা তখন নৈতিক ভিত্তি থেকে একটি অবস্থান নিয়েছিলাম। আহত সৈনিকদের ও বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়ানোর দায় থেকেই আমরা সব ঝুঁকি নিয়েছি। আজকে সেটিরই ফল পাওয়া যাচ্ছে।’

দলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রচারিত সমালোচনার জবাবে নাসীরুদ্দীন বলেন, ‘এনসিপির প্রতি অভিযোগ ছিল আমরা নাকি জুলাই বিক্রি করেছি। আমরা জুলাই বিক্রি করতে আসিনি, বরং জুলাইকে সঠিক পথে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।’

বর্তমান সাংবিধানিক কাঠামোকে ‘অকার্যকর’ উল্লেখ করে নাসীরুদ্দীন বলেন, ‘এতদিন পর্যন্ত বাংলাদেশে কোনো সংবিধান ছিল না— ছিল কেবল নেতাদের আইন। মুজিব যা বলেছেন তাই সংবিধান, জিয়া যা বলেছেন তাই সংবিধান, এরশাদ যা বলেছেন তাই সংবিধান, খালেদা যা বলেছেন তাই সংবিধান। আর শেষে শেখ হাসিনা নিজেই সংবিধানের উপরে উঠে গিয়েছিলেন।’

তার ভাষায়, ‘আমরা এখন সব রাজনৈতিক দলকে সংবিধানের আওতায় আনতে চাই। কারণ, এই পচা গলা সংবিধান দিয়ে বাংলাদেশ আর চলতে পারে না।’

জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় কিছু ত্রুটি থাকলেও রাজনৈতিক আলোচনার মাধ্যমে তা নিরসনের আহ্বান জানান নাসীরুদ্দীন। তিনি বলেন, ‘অনেক জায়গায় ভুলভ্রান্তি আছে, কিন্তু রাজনৈতিক দল ও বিশেষজ্ঞরা বসে সমাধান করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।’

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৈঠকের শুরুতে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ‘জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা’ উপস্থাপন করেন।

এর আগে গত ১৭ অক্টোবর সংলাপে অংশ নেওয়া অধিকাংশ রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে। তবে এনসিপি সনদে স্বাক্ষর করেনি।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তিন বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা শোকজ নয়, তথ্য চাওয়া হয়েছে
স্বর্ণের দামে বড় পতন এক দিনে ভরিতে কমল ১০ হাজার টাকার বেশি
পররাষ্ট্র উপদেষ্টা অবাক হলেন ভারতের পররাষ্ট্রসচিবকে পাল্টা প্রশ্ন না করায়
১০ রেফারির বাজি প্রায় ২০ হাজার ম্যাচে...!
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার হাতে
ব্যানার ছেঁড়ার জেরে বন্দুকযুদ্ধ: চট্টগ্রামের ছাত্রদল কর্মী নিহত, আহত ১৫ জন
অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
যুক্তরাষ্ট্রে টানা চার সপ্তাহ ধরে শাটডাউন বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২৭৬১ ও ভোটকক্ষ ২৪৪৬৪৯
‘শাপলা’ পাচ্ছে না এনসিপি অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ পাকিস্তানের
নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়রপ্রার্থী মামদানি
কার্যক্রম চলমান থাকবে, নভেম্বরের মধ্যে শেষ নয়
দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক শুরু
নয়াদিল্লি-বেইজিং উষ্ণতায় ফিরছে চালু হলো ভারত -চীন সরাসরি ফ্লাইট