জোট প্রার্থীকেও নিজ দলের প্রতীকে নির্বাচন
আপত্তি জানিয়ে আইন মন্ত্রণালয়কে বিএনপির চিঠি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:০৭, ২৮ অক্টোবর ২০২৫
নির্বাচনি জোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে নির্বাচন করার বাধ্যবাধকতা রাখার বিষয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। এ বিষয়ে আইন মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে দলটি।
এর আগে গত রবিবার নির্বাচনি জোট করলেও ভোটে প্রার্থীকে সংশ্লিষ্ট দলের প্রতীকে নির্বাচন করার বিধান রাখার বিষয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেয় দলটি।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলের পক্ষ থেকে আবেদনপত্রটি হস্তান্তর করেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। তবে সালাউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে আইন উপদেষ্টা সংবাধমাধ্যমে কোনো কথা বলেননি।
চিঠিতে বিএনপি জানায়, সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও)-এর ২০ ধারায় জোটভুক্ত দলগুলোকে নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নিতে বাধ্য করার যে বিধান রাখা হয়েছে, তা গণতন্ত্রবিরোধী এবং জোট রাজনীতির চেতনার পরিপন্থী।
এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘আগে আরপিও’তে বলা ছিল— জোটভুক্ত দল চাইলে নিজ দলের প্রতীকে বা জোটের অন্য কোনো দলের প্রতীকে নির্বাচন করতে পারবে। এখন সেই সুযোগ বাতিল করা হয়েছে, যা জোট রাজনীতির জন্য বড় বাধা।’
তিনি আরও বলেন, ‘আরপিও’র অন্যান্য সংশোধনীর সঙ্গে আমরা একমত হয়েছি— যেমন ‘না ভোট’ ফিরিয়ে আনা, প্রার্থীদের জামানত বৃদ্ধি, অনিয়মের ক্ষেত্রে ইসির ক্ষমতা ইত্যাদি। কিন্তু এই একটি বিষয়ে আমরা একমত হতে পারিনি।’
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আগেও আইন উপদেষ্টার সঙ্গে এই বিষয়ে কথা হয়েছিল। তিনি বলেছিলেন, সরকারকে বিষয়টি অবহিত করবেন। কিন্তু দেখা যাচ্ছে, কেবিনেটে পাশ হওয়ার পরও আমাদের উদ্বেগ বিবেচনা করা হয়নি।’
বিএনপি নেতা বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে এই বিধান সংশোধন করা জরুরি। নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন কিংবা ঐকমত্য কমিশন—কেউই আমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেনি।’
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আরপিও সংশোধন অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে গত বৃহস্পতিবার, যা এখন রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষায়। সংশোধনের মাধ্যমে আরপিও’র অনুচ্ছেদ ২০-এ নতুন বিধান যুক্ত করা হয়েছে— জোটভুক্ত দলগুলো নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নিতে বাধ্য থাকবে।
