‘বেহেশতের টিকিট’ প্রসঙ্গে কি জবাব দিল জামায়াত?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:১০, ২৯ অক্টোবর ২০২৫
গত কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপি নেতাদের এক ধরণের বক্তব্য বেশ আলোচনা হচ্ছে। বক্তব্যে বিএনপি নেতারা বলছেন, জামায়াত নির্বাচনে ভোট পেতে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বেহেশতের টিকিট বিক্রি করছে।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন মহিলা দলের সমাবেশে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া মন্তব্য করেন, জামায়াতে ইসলাম গ্রামেগঞ্জে মা-বোনদেরকে ভুল বুঝিয়ে বেহেশতের টিকিট বিক্রি করছে ।
পরের শনিবার (২৫ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার গড়াশিন এলাকার জাহানারা বেগম স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশ ও কৃষি মাঠ সেবা কর্মসূচি অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একটি দল আছে যারা বেহেস্তের টিকিট বিক্রি করে বেড়ায়। মা-বোনদের তালিমের কথা বলে ডেকে নিয়ে পরে জামায়াতকে ভোট দিতে ব।
এরপর থেকেই জামায়াততে ঘিরে এমন বক্তব্য বেশ আলোচনা হতে থাকে। এ নিয়ে জামায়াত নেতাদের কেউ কেউ সভা-সেমিনারে এই বক্তব্যের জবাব দিয়েছেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তার নিজের ফেসবুক পেজে এই বক্তব্যের জবাব দিলেন।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন-
“জামায়াত বেহেশতের টিকিট বিক্রি করছে”— এ ধরনের বক্তব্য সম্পূর্ণ অসত্য এবং অপপ্রচার। এমন কোনো বক্তব্যের ভিডিও বা অডিও প্রমাণ কোথাও নেই। বরং “ধানের শীষে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে”— এই কথা প্রচার করার বহু প্রমাণ আছে।”
