বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

৫ আগস্ট থেকে মিডিয়া দখল শুরু হয়েছে: অভিযোগ এনসিপির সালেহীনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:১৫, ২৯ অক্টোবর ২০২৫

৫ আগস্ট থেকে মিডিয়া দখল শুরু হয়েছে: অভিযোগ এনসিপির সালেহীনের

জুলাই অভ্যুত্থানের পর থেকে দেশে গণমাধ্যমের ওপর ‘দখল’ শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, আগামী জাতীয় নির্বাচনে গণমাধ্যমের অপব্যবহারের কারণে দেশে ‘খারাপ পরিস্থিতি’ তৈরি হতে পারে।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো আয়োজিত ‘বাংলাদেশের গণমাধ্যমে সংস্কার: সুপারিশ, বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

মুশফিক উস সালেহীন বলেন, ‘৫ আগস্ট (২০২৪ সালের) থেকে দেখেছি মিডিয়া দখল করা শুরু হয়েছে। মিডিয়ায় রিভার্স একধরনের দলীয়করণ হয়েছে। আগে একধরনের ছিল, এখন অন্য মতাবলম্বী লোকদের নিয়ে রিপ্লেস করার প্রক্রিয়া চলছে।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় বিজেপি বা ট্রাম্প-ধারার মতো মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন ক্যাম্পেইন দেখা যাচ্ছে। এটি যদি নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে গণমাধ্যমের অপব্যবহারের কারণে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে।’

এনসিপি নেতা সকল গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। বক্তব্য রাখেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব) সভাপতি এ কে আজাদ, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান, বিএনপির মিডিয়া সেলের প্রধান মওদুদ হোসেন আলমগীর প্রমুখ।

গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য কামরুন্নেসা হাসান বৈঠকের শেষাংশে গণমাধ্যমের স্বাধীনতা ও নৈতিকতার ভারসাম্য রক্ষায় দীর্ঘমেয়াদি নীতিমালা প্রণয়নের পরামর্শ দেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন