বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিলের শুনানি স্থগিত, নতুন তারিখ ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৪৭, ২৯ অক্টোবর ২০২৫

তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিলের শুনানি স্থগিত, নতুন তারিখ ২

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা আপিলের চূড়ান্ত শুনানি আগামী ২ নভেম্বর (রবিবার) পর্যন্ত মুলতবি করেছে দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ।

বুধবার (২৯ অক্টোবর) পঞ্চম দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

বিএনপির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন আদালতে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটি প্রথমে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপস্থাপন করে। পরে আওয়ামী লীগ সেই দাবির সঙ্গে একাত্মতা জানায় এবং পরবর্তীতে বিএনপিও এ দাবিকে সমর্থন করে।

এদিন আরেক রিভিউ আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির।

এর আগে চতুর্থ দিনের শুনানিতে জামায়াতের আইনজীবী শিশির মনির আদালতকে বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি “অনন্য ও ব্যতিক্রমী” পদ্ধতি। কিন্তু রাজনৈতিক নেতৃত্বের দূরদর্শিতার অভাবে তা বাতিল হয়ে যায়।

তৃতীয় দিনের শুনানিতে শিশির মনির আরও দাবি করেন, যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল, সেটি ছিল “পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত।”

২০১১ সালে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল ঘোষণা করে।

তবে চলতি বছর ২৭ আগস্ট, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ। এরপর ড. বদিউল আলম মজুমদার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারসহ পাঁচজন আপিল করেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী, আগামী ২ নভেম্বর (রবিবার) আবারও মামলাটির চূড়ান্ত শুনানি শুরু হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই শুনানির ফলাফলই নির্ধারণ করবে দেশের নির্বাচনী ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার সম্ভাবনা কতটা বাস্তবসম্মত।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন