বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

কৃত্রিম বৃষ্টির ব্যর্থতা

৩ কোটি রুপিতেও দূষণ থেকে রেহাই পেল না দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯:০৬, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:৩১, ২৯ অক্টোবর ২০২৫

৩ কোটি রুপিতেও দূষণ থেকে রেহাই পেল না দিল্লি

ঢাকঢোল পিটিয়ে, বিপুল খরচ করে কৃত্রিম বৃষ্টি ঝরানোর আয়োজন করেও ব্যর্থ হলো ভারতের রাজধানী দিল্লির বিজেপি সরকার। মঙ্গলবার (২৮ অক্টোবর) কানপুর আইআইটির বিজ্ঞানীরা সেসনা বিমান উড়িয়ে মেঘের ভেতরে ড্রাই আইস, সিলভার আয়োডাইড ও রক সল্ট মিশ্রণ ছিটিয়ে দেন। উদ্দেশ্য ছিল দূষণ কমানো ও আকাশে বৃষ্টি নামানো। কিন্তু ফলাফল শূন্য—এক ফোঁটা বৃষ্টি পড়েনি দিল্লির মাটিতে।

এ প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি ২১ লাখ রুপি। কানপুর আইআইটি জানায়, বৃষ্টি না হলেও তারা ‘গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য’ সংগ্রহ করতে পেরেছেন। তবে পরিবেশবিদদের মতে, এই উদ্যোগ ছিল সম্পূর্ণ প্রতীকী—মূল সমস্যাৃর সমাধান নয়। তারা বলছেন, বৃষ্টি নামানোর চেষ্টা নয়, দূষণের উৎস বন্ধ করাই একমাত্র উপায়।

দীপাবলির পর থেকেই দিল্লির বাতাস দূষণে আচ্ছন্ন। বাজি পোড়ানো, নির্মাণকাজের ধুলো, ফসলের গোড়া পোড়ানো ও শিল্প বর্জ্য মিলিয়ে শহরটি এখন কার্যত ধোঁয়ার চাদরে ঢাকা। বিজেপি সরকারের সময়ও এ সমস্যায় কোনো বাস্তব সমাধান দেখা যায়নি।

কানপুর আইআইটির পরিচালক মনীন্দ্র আগরওয়াল এনডিটিভিকে বলেন, ‘বৃষ্টি হয়নি কারণ আর্দ্রতা মাত্র ১৫–২০ শতাংশ ছিল, যা পর্যাপ্ত নয়।’ তবে পরীক্ষার ফলে বাতাসে থাকা পিএম ২.৫ ধূলিকণার পরিমাণ ৬–১০ শতাংশ কমেছে বলে দাবি করেন তিনি।

পরিবেশবিদদের মতে, কৃত্রিম বৃষ্টি কোনো টেকসই সমাধান নয়; এটি সর্বোচ্চ দুই–তিন দিনের জন্য সাময়িক স্বস্তি দেয়। চীন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব এই পদ্ধতিতে কিছুটা সাফল্য পেলেও দিল্লির মতো ঘনবসতিপূর্ণ দূষিত শহরে এটি কার্যকর নয়।

বিশেষজ্ঞরা বলছেন, দিল্লির আকাশে যত রাসায়নিকই ছিটানো হোক, দূষণ থামবে না, যতক্ষণ না ফসল পোড়ানো, বাজি ফোটানো ও শিল্প বর্জ্য ফেলা বন্ধ হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন