ফখরুলের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ
জাতীয় নির্বাচনে সরকার-দলের প্রস্তুতি নিয়ে আলোচনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৪৯, ২৮ অক্টোবর ২০২৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তাদের এই সাক্ষাৎ হয়।
সাক্ষাতের সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
পরে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “আসন্ন নির্বাচনের প্রস্তুতিসহ দ্বিপক্ষীয় বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের আগামী নির্বাচন নিয়ে প্রস্তুতি কী আছে, নির্বাচন কমিশনের প্রস্তুতি, নির্বাচন কমিশনের কর্মকাণ্ড, বিএনপির প্রস্তুতি এবং স্বাভাবিকভাবে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে বিস্তুারিত আলোচনা হয়েছে।”
তিনি আরও বলেন, “আজকের আলোচনায় যেটা গুরুত্বের সাথে আলোচনা হয়েছে যে, এই নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের পরিপ্রেক্ষিতে আজকে প্রেক্ষাপটটা কী?”
তিনি বলেন, “নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধায়ক সরকারের মুডে কাজ করার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে।”
