নারী ফুটবল দল ৫০ লাখ টাকা ও নারী হকি দল পাচ্ছে ২১ লাখ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১:৪৮, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:০৩, ২৯ অক্টোবর ২০২৫
বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনে যুক্ত হলো নতুন অধ্যায়। মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বে ইতিহাস গড়ে প্রথমবারের মতো চূড়ান্ত পর্বে ওঠা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দিচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে চীনের দাহজুতে অনূর্ধ্ব–১৮ এশিয়া কাপে ব্রোঞ্জ জেতা নারী হকি দল পাচ্ছে ২১ লাখ টাকা সম্মাননা।
এনএসসির পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান জানিয়েছেন, নারী ফুটবল দলের ২৩ জন খেলোয়াড়ের পাশাপাশি কোচিং স্টাফ ও কর্মকর্তাসহ ৩১ জনের জন্য নির্ধারিত হয়েছে এই ৫০ লাখ টাকার পুরস্কার। অন্যদিকে নারী হকি দলের ১৮ জন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফসহ ২১ জনকে দেওয়া হবে প্রত্যেকে ১ লাখ টাকা করে।
আগামীকাল (বুধবার) সকাল ১০টায় জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
নারী ফুটবল দল স্বাগতিক মিয়ানমারকে তাদেরই মাঠে ২–১ গোলে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। আর কাজাখস্তানকে ৬–২ ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ অনূর্ধ্ব–১৮ নারী হকি দল এশিয়া কাপে ব্রোঞ্জ জিতেছে। এই সাফল্যে উচ্ছ্বসিত পুরো ক্রীড়াঙ্গন।
বিশেষজ্ঞদের মতে, নারী ফুটবল ও হকির এই ধারাবাহিক অগ্রযাত্রা বাংলাদেশের নারী খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও বাড়াবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের সম্ভাবনাও জোরদার করবে।
