মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

| ১২ কার্তিক ১৪৩২

দেখে নিন রাশিফল কেমন যাবে দিন

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ০৬:১৫, ২৮ অক্টোবর ২০২৫

দেখে নিন রাশিফল কেমন যাবে দিন

আজকের দিনটি শুরু হোক ইতিবাচক ভাবনায়। গ্রহ-নক্ষত্রের অবস্থান জানাচ্ছে — কিছু রাশির জন্য নতুন সম্ভাবনা, কারও জন্য আত্মসমালোচনার সময়। দেখে নিন আজ আপনার ভাগ্যে কী লেখা আছে। 

 

♈ মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)

আজ কাজের চাপ কিছুটা বাড়বে, কিন্তু আপনি দক্ষভাবে সামলে নিতে পারবেন। আর্থিক দিক উন্নতির ইঙ্গিত দিচ্ছে। প্রেমজ জীবনে আনন্দ আসতে পারে।

 

♉ বৃষ (২০ এপ্রিল–২০ মে)

দূর ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। নতুন চুক্তি বা বিনিয়োগে লাভের সম্ভাবনা। সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকুন।

 

♊ মিথুন (২১ মে–২০ জুন)

অতীতের কোনো কাজের ফল আজ হাতে আসবে। প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা মিলবে। গৃহে সামান্য অশান্তি দেখা দিতে পারে।

 

♋ কর্কট (২১ জুন–২২ জুলাই)

মনোসংযোগ ধরে রাখতে হবে। কাজের জায়গায় নতুন দায়িত্ব পেতে পারেন। স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকুন, ক্লান্তি এড়ান।

 

♌ সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)

আজ আপনার আত্মবিশ্বাসই হবে মূল শক্তি। প্রেমে বা শিল্পে সাফল্য আসবে। অর্থ ব্যয়ে সংযম দরকার।

 

♍ কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)

গৃহস্থালী বিষয়ে ব্যস্ততা বাড়বে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সিদ্ধান্ত নেয়ার আগে ভেবে নিন।

 

♎ তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)

আজ মানসিক প্রশান্তি পাবেন। কাজের ক্ষেত্রে নতুন ধারণা আপনাকে আলাদা করবে। দাম্পত্য জীবনে স্নেহপূর্ণ সময় কাটবে।

 

♏ বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)

আর্থিক দিক থেকে দিনটি কিছুটা সতর্কতার। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। আত্মীয়ের মাধ্যমে নতুন সুযোগ মিলতে পারে।

 

♐ ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)

নতুন কিছু শুরু করার উপযুক্ত দিন। আত্মবিশ্বাস বাড়বে। বন্ধু বা সহকর্মীর সহযোগিতা পেতে পারেন।

 

♑ মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)

অতিরিক্ত দায়িত্ব নিলে চাপ বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে। পরিবারে কেউ আপনাকে খুশি করবে।

 

♒ কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)

দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। অফিসে প্রশংসা পাবেন। রোমান্সে আনন্দ বাড়বে।

 

♓ মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)

আর্থিক লেনদেনে সাবধান থাকুন। সৃজনশীল কাজে মনোযোগ দিন। প্রিয়জনের পরামর্শে উপকার পাবেন।

 

? আজকের শুভ রং: নীল

?️ শুভ সংখ্যা: ৫

✨ দৈনিক পরামর্শ: “যা নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে ভাববেন না — নিজের সেরাটা দিন।”

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
যুক্তরাষ্ট্রে টানা চার সপ্তাহ ধরে শাটডাউন বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২৭৬১ ও ভোটকক্ষ ২৪৪৬৪৯
‘শাপলা’ পাচ্ছে না এনসিপি অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ পাকিস্তানের
নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়রপ্রার্থী মামদানি
কার্যক্রম চলমান থাকবে, নভেম্বরের মধ্যে শেষ নয়
দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক শুরু
নয়াদিল্লি-বেইজিং উষ্ণতায় ফিরছে চালু হলো ভারত -চীন সরাসরি ফ্লাইট
উত্তরা থেকে মতিঝিল পুরো পথে মেট্রোরেল আবার চালু
গাজা উপত্যকায় নিহত জিম্মিদের মরদেহ উদ্ধারে মিশর–রেড ক্রসের অভিযান
ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ করবে
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ আজ জমা দেওয়ার সম্ভাবনা
আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে সংঘর্ষ, বাসে আগুন
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী