জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
জবি প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৯, ২৮ অক্টোবর ২০২৫
রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। ইউনিট অনুযায়ি এই পরীক্ষা চলবে আগামী বছরের ৯ জানুয়ারি পর্যন্ত।
সোমবার (২৭ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তারিখ ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত সম্ভাব্য সময়সূচি অনুযায়ী—
চারুকলা অনুষদভুক্ত ই-ইউনিটের ভর্তি পরীক্ষা চলতি বছরের ৫ ডিসেম্বর শুরু হবে।
বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত এ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর।
বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সি-ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর।
সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডি-ইউনিটের পরীক্ষা আগামী বছরের ৯ জানুয়ারি।
কলা ও আইন অনুষদভুক্ত বি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৩ জানুয়ারি।
