ইতিহাসের এই দিনে হারিয়েছি আধুনিক গণতন্ত্রের দর্শন ও মানবাধিকার
সময় এগিয়ে চলে, কিন্তু ইতিহাসের পাতায় ২৮ অক্টোবর তারিখটি রেখে গেছে বহু মহামানবের প্রস্থান স্মৃতি। এই দিনেই পৃথিবী বিদায় নিয়েছিলেন রাজা, দার্শনিক, কবি, বিপ্লবী, মুক্তিযোদ্ধা থেকে শুরু করে বিশিষ্ট সাহিত্যিক ও বিজ্ঞানীরা।জন লক, আধুনিক গণতন্ত্রের দর্শন ও মানবাধিকার তত্ত্বের পথিকৃৎ ইংরেজ দার্শনিক। তার চিন্তা থেকেই জন্ম নেয় আধুনিক ‘লিবারালিজম’।