মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

ভ্যাটিকানে ৪ দিনব্যাপী তরুণ উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৫৩, ২৮ অক্টোবর ২০২৫

ভ্যাটিকানে ৪ দিনব্যাপী তরুণ উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু

ভ্যাটিকানে শুরু হয়েছে আন্তর্জাতিক তরুণ উপদেষ্টা পরিষদের (আইওয়াইএবি) বৈঠক। চার দিনব্যাপী এ সভা ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে ‘ডিকাস্টারি ফর লেইটি, ফ্যামিলি অ্যান্ড লাইফ’ কার্যালয়ে, যেখানে তরুণদের দৃষ্টিভঙ্গি থেকে চার্চের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

আইওয়াইএবি-এর এই সভায় বিশ্বের বিভিন্ন অঞ্চলের ২০ জন তরুণ প্রতিনিধি অংশ নিয়েছেন। তারা চার্চ ও সমাজে তরুণদের ভূমিকা, পারিবারিক প্রেক্ষাপটে তাদের ধর্মীয় চেতনা জাগ্রত করা এবং তরুণ ও পরিবারের মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ জোরদারের মতো বিষয়গুলো নিয়ে মতবিনিময় করবেন।

এবারের বৈঠকে অন্যতম আলোচ্য বিষয় হলো, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ২০২৭ সালে আয়োজিত হতে যাওয়া বিশ্ব যুব দিবসের প্রস্তুতি। বৈঠকে অংশগ্রহণকারীরা ‘বোরগো লাউদাতো সি’ নামের পরিবেশবান্ধব একটি গ্রামটি পরিদর্শন করবেন।

সভায় অংশ নেওয়া তরুণদের আলোচনার মূল ভিত্তি হিসেবে নির্ধারণ করা হয়েছে কল্যাণমূলক কাজে অংশগ্রহণ, সমন্বয় ও মিশনের বিষয়কে। চার্চে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য তারা অভিজ্ঞতা ভাগাভাগি করবেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার বাস্তবধর্মী প্রস্তাব তৈরি করবেন।

২০১৮ সালে যুব সিনডের চূড়ান্ত নথির পরিপ্রেক্ষিতে আইওয়াইএবি গঠিত হয়। এর উদ্দেশ্য হলো, তরুণদের ভাবনা ও অভিজ্ঞতা ভ্যাটিকানের নীতি ও কার্যক্রমে প্রতিফলিত করা। তারা চার্চের বিভিন্ন দিকাস্টারিকে পরামর্শ ও সহায়তা দিয়ে আসছে, বিশেষত সমাজের প্রান্তিক, দরিদ্র ও বঞ্চিত তরুণদের পক্ষে কথা বলার মাধ্যমে।

ভ্যাটিকান কর্তৃপক্ষ আশা করছে, এ বৈঠকের আলোচনাগুলো তরুণ প্রজন্মের অংশগ্রহণে চার্চের কার্যক্রমকে আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করে তুলবে।

সূত্র : ভ্যাটিকান নিউজ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

গণভোট না হলে নির্বাচন ২০২৯ সালেই : হামিদুর রহমান
সম্পদের হিসাব না দেওয়ার মামলায় খালাস পেলেন ইটিভি চেয়ারম্যান
জামায়াতের দিকে আঙুল তুললেন মির্জা ফখরুল
ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক
রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্ট
ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ইসির
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে ৪ মাস বাড়ল
রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম বিতরণ শুরু, প্রথম ধাপে ১০ হাজার
ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ : পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা
দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক
ছাত্রলীগ নেতাকে অপহরণে আপ এর দায় স্বীকার, ৩ কর্মী বহিষ্কার
ফেব্রয়ারির কবে নির্বাচন, জানালেন প্রেস সচিব
নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ
ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!
বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই
জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার