মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

| ১৩ কার্তিক ১৪৩২

ভ্যাটিকানে ৪ দিনব্যাপী তরুণ উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৫৩, ২৮ অক্টোবর ২০২৫

ভ্যাটিকানে ৪ দিনব্যাপী তরুণ উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু

ভ্যাটিকানে শুরু হয়েছে আন্তর্জাতিক তরুণ উপদেষ্টা পরিষদের (আইওয়াইএবি) বৈঠক। চার দিনব্যাপী এ সভা ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে ‘ডিকাস্টারি ফর লেইটি, ফ্যামিলি অ্যান্ড লাইফ’ কার্যালয়ে, যেখানে তরুণদের দৃষ্টিভঙ্গি থেকে চার্চের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

আইওয়াইএবি-এর এই সভায় বিশ্বের বিভিন্ন অঞ্চলের ২০ জন তরুণ প্রতিনিধি অংশ নিয়েছেন। তারা চার্চ ও সমাজে তরুণদের ভূমিকা, পারিবারিক প্রেক্ষাপটে তাদের ধর্মীয় চেতনা জাগ্রত করা এবং তরুণ ও পরিবারের মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ জোরদারের মতো বিষয়গুলো নিয়ে মতবিনিময় করবেন।

এবারের বৈঠকে অন্যতম আলোচ্য বিষয় হলো, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ২০২৭ সালে আয়োজিত হতে যাওয়া বিশ্ব যুব দিবসের প্রস্তুতি। বৈঠকে অংশগ্রহণকারীরা ‘বোরগো লাউদাতো সি’ নামের পরিবেশবান্ধব একটি গ্রামটি পরিদর্শন করবেন।

সভায় অংশ নেওয়া তরুণদের আলোচনার মূল ভিত্তি হিসেবে নির্ধারণ করা হয়েছে কল্যাণমূলক কাজে অংশগ্রহণ, সমন্বয় ও মিশনের বিষয়কে। চার্চে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য তারা অভিজ্ঞতা ভাগাভাগি করবেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার বাস্তবধর্মী প্রস্তাব তৈরি করবেন।

২০১৮ সালে যুব সিনডের চূড়ান্ত নথির পরিপ্রেক্ষিতে আইওয়াইএবি গঠিত হয়। এর উদ্দেশ্য হলো, তরুণদের ভাবনা ও অভিজ্ঞতা ভ্যাটিকানের নীতি ও কার্যক্রমে প্রতিফলিত করা। তারা চার্চের বিভিন্ন দিকাস্টারিকে পরামর্শ ও সহায়তা দিয়ে আসছে, বিশেষত সমাজের প্রান্তিক, দরিদ্র ও বঞ্চিত তরুণদের পক্ষে কথা বলার মাধ্যমে।

ভ্যাটিকান কর্তৃপক্ষ আশা করছে, এ বৈঠকের আলোচনাগুলো তরুণ প্রজন্মের অংশগ্রহণে চার্চের কার্যক্রমকে আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করে তুলবে।

সূত্র : ভ্যাটিকান নিউজ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার হাতে
ব্যানার ছেঁড়ার জেরে বন্দুকযুদ্ধ: চট্টগ্রামের ছাত্রদল কর্মী নিহত, আহত ১৫ জন
অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
যুক্তরাষ্ট্রে টানা চার সপ্তাহ ধরে শাটডাউন বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২৭৬১ ও ভোটকক্ষ ২৪৪৬৪৯
‘শাপলা’ পাচ্ছে না এনসিপি অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ পাকিস্তানের
নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়রপ্রার্থী মামদানি
কার্যক্রম চলমান থাকবে, নভেম্বরের মধ্যে শেষ নয়
দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক শুরু
নয়াদিল্লি-বেইজিং উষ্ণতায় ফিরছে চালু হলো ভারত -চীন সরাসরি ফ্লাইট
উত্তরা থেকে মতিঝিল পুরো পথে মেট্রোরেল আবার চালু
গাজা উপত্যকায় নিহত জিম্মিদের মরদেহ উদ্ধারে মিশর–রেড ক্রসের অভিযান
ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ করবে
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ আজ জমা দেওয়ার সম্ভাবনা
আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে সংঘর্ষ, বাসে আগুন
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা